চলচ্চিত্র এবং নাট্যচিত্রে প্রায়শই আমরা ত্রিকোণ প্রেমের গল্প দেখে থাকি কিন্তু ইলেকট্রিক্যাল ফিল্ডেও যে ত্রিকোণ প্রেমের গল্প লুকিয়ে আছে এ কথা কি আমরা জানি? চলুন জেনে আসি রসাত্নক উপমায়।
আমরা সবাই একটা কথার সাথে পরিচিত যে Reactive এবং Real/Active Power এই দুইটা মিলেই হয় Apparent Power। কথাটার গাণিতিক অর্থ অনেকেই এটা ভাবতে পারে,
💥Apparent Power = Reactive + Real।
এই ধারণা মোটেও ঠিক নয়। Apparent, Reactive & real power relation টা হিসেব করতে হয় power triangle থেকে।
আমরা এখন দেখব তাদের Triangle love story
💥Apparent power = S
💥Real power = P
💥Reactive Power = Q
তাইলে, S কে নিয়েই P এবং এর মারামারি
P। বলে S এর সম্পূর্ণ মন জুড়ে আমি থাকব। Q বলে না S এর সম্পূর্ণ অংশ জুড়ে আমি থাকব
S বেচারা পড়ল মহা বিপাকে। সে কাকে ছেড়ে কাকে রাখবে? তাই সে সিদ্ধান্ত নিল তোমরা দুজনেই আমার। তাই এক্ষেত্রে Reactive এবং Real এক্ষেত্রে একে অন্যের সতীন।
তাই Apparent power তাদের দুজনের সাথে একটি ট্রায়াঙ্গল আকৃতির বাসায় বসবাস করতে লাগল। এই ত্রিভুজের ভূমি হল P ( real power) & লম্ব হল Q (reactive power) আর অতিভুজ হল S (Apparent Power). এখন প্রশ্ন হচ্ছে, P কেন ভূমি & Q কেন লম্ব?
Real power এর ক্ষেত্রে ভোল্টেজ & কারেন্ট এর মধ্যবর্তী কোণ 0. আর reactive power এর ক্ষেত্রে এটা 90. তাহলে, এবার পীথাগোরাস করলে,
S*S = P*P + Q*Q
বা, S = root over of ( P*P + Q*Q)
এটাই তাদের ত্রিকোণ প্রেমের গল্প
বুঝানোর স্বার্থে অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করায় আন্তরিক ভাবে দু:খিত
ইতোমধ্যে আপনারা অবগত আছেন যে, আমি গল্প করতে করতেই ইলেকট্রিক্যাল এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পছন্দ করি।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই বাস্তবের রসাত্নক আলোচনার সাথে তুলনা করে পড়া। আর এতে খুব সহজে বুঝা যায় এবং মনেও থাকে। কেমন হবে যদি এরকম গল্পে গল্পে ইলেকট্রিক্যাল এর ৫টি ইবুক পাওয়া যায়?
নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment