GuidePedia

0
PFI নিয়ে কত আর্টিকেলই আমরা পড়ি কিন্তু এর ক্যাপাসিটি এবং স্টেজ সংখ্যা নিরুপণের গোপল ফর্মূলা অনেকেই শেয়ার করেন না। এটাই মূলত আসল কাজ। 
KVAR নির্ধারণঃ

ধরুন, আপনার কোম্পানির একটি ট্রান্সফরমার আছে যার ক্যাপাসিটি 800 kVA। এই Capacity কে 0.6 দ্বারা গুন করলে PFI Panel এর capacity পাওয়া যায়। 
সুতরাং 800 KVA এর জন্য PFI Panel হবে = 800 x 0.6=480 KVAR

এখন যদি বলেন এই 0.6 এলো কিভাবে?

আমরা জানি, পিএফআই প্যানেলের ক্যাপাসিটি মোট লোডের ৬০%। সেটার গাণিতিক হিসাব অন্য একটি  আর্টিকেলে আলোচনা হবে ইনশাআল্লাহ। এত কিছু একসাথে দিয়ে জগাখিচুরি করতে চাইনা।

স্টেজ সাজানোঃ 

পি এফ আই ৬, ১২ এবং ২৪ স্টেজেই সাজানো থাকে। সেটি নির্ভর করছে আপনার ফ্যাক্টরির লোডের ক্যাপাসিটির উপর। তবে সাধারণভাবে ফ্যাক্টরির ট্রান্সফরমারের পাওয়ার রেটিং বিবেচনায় নিম্নোক্তভাবে ফিক্সড ক্যাপাসিটর বিভিন্ন স্টেজে সাজানো থাকে।

★যদি 500 kVA হয় তাহলে 6 স্টেজে।

★500 থেকে 1000 kVA হয় তাহলে 12 স্টেজে।

★1000 kVA এর বেশি হলে 24 স্টেজে ।

যেহেতু আপনার ট্রান্সফরমার ক্যাপাসিটি 800 kVA তাহলে 12 স্টেজে সাজানোই উত্তম।

ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেমনঃ বাসবার, ক্যাবল, ব্রেকার ক্যালকুলেশন, মোটর রিউইন্ডিং, পুশ সুইচ এবং এম সি ওয়্যারিং, মেগার, সিরিজ ল্যাম্প টেস্ট, ম্যাগনেটিক কন্টাক্টর, অটো স্টার ডেল্টা কন্ট্রোলিং নিয়ে সহজ ভাষায় গল্পের ছলে জানতে আমার ই-বুক ৩ " ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা" বইটি (সফটফাইল) কিনতে পারেন।

আমার মোট ৬টি মজাদার ই-বুকঃ

ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

ইবুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

ইবুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

ইবুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

ইবুক ৫ঃ চা এর আড্ডায় পি এল সি

ইবুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলোর নিতে ইনবক্সে অথবা what's app 01741994646 এ যোগাযোগ করুন।

Post a Comment

 
Top