GuidePedia

0
পাওয়ার প্লান্ট থেকে শুরু করে একেবারে বাসা বাড়ি এমনকি ইন্ডাস্ট্রি পর্যন্ত পাওয়ার লাইনের একটি সুনির্দিষ্ট ড্রয়িং এবং প্রি প্লান থাকে।
চাইলাম আর মেশিনারিক বসিয়ে দিলাম এমনটা নয়।আর এসব কাজে থিওরিকেও কাজে লাগাতে হয় বেশ মাথা ঠান্ডা রেখে। 11/132 kV সাবস্টেশন থেকে 11/0.44kV পাওয়ার লাইন পর্যন্ত কি কি ইকুইপমেন্ট ব্যবহৃত হবে, সেগুলো কত ভোল্টে কাজ করবে, তাদের সুরক্ষা কবচ কি কি? এগুলো ছবির মাধ্যমে প্রকাশ করা যায়। আর একটু কঠিন ভাষায় যাকে বলে SLD বা Single Line Diagram।

জেনারেশন টু লোকাল এরিয়া ডিস্ট্রিবিউশন পর্যন্ত যদি আপনি এস এল ডি ডায়াগ্রাম বিনা সংকোচে আকতে পারেন এবং বুঝেন তাহলে ত কথাই নেই। 

APPLE লিখতে যেমন এ বি সি শেখা লাগে তেমনি ড্রয়িং শিখতেও জানতে হবে সিম্বল। ক্লোজ ওয়্যার, ওপেন ওয়্যার, no, nc, কয়েল, রিলে, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার, লাইটনিং এরেস্টার এগুলোর সিম্বল নখদর্পণে থাকা উচিত।

বিদ্যুৎ কোম্পানি ত আপনার এলাকা পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিল কিন্তু সেই বিদ্যুৎকে কিভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে ট্যাপিং করে আপনার আবাসিক এলাকাকে আলোকিত করবেন তার ও একটি সুনির্দিষ্ট প্লান ও নকশা করতে হয়।

বৈদ্যুতিক পোল L1, L2, L3 নিয়ে ঋজুদেহে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি L1, L2, L3 লাইন নিবেন নাকি L1, N নিবেন সেটা ব্যবহারের উপর ও প্লানিং মোতাবেক। 

এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের থিওরিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল প্লানিং এর একটু ক্ষুদ্র ধারণা দিলাম মাত্র, যা নবীনদের জন্য বেশ উপযোগী। ইন্ডাস্ট্রি ভাইবাতে যদি এভাবে নিজেকে উপস্থাপন করা যায় তাহলে কোম্পানি বলতে বাধ্য যে, "আপনাকেই ত আমরা খুজছিলাম!"

নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে! আর ইন্টারভিউ তে জানা জিনিসও অনেকে ভূলে যায়। তাই আমি এই ই-বুকগুলো মনে রাখার কৌশলেরও রেখেছি ব্যবস্থা আর গল্পের মাধ্যমে আলোচনা

নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি 

সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top