GuidePedia

0
"আর্থিং" - এ আর নতুন কি? কিন্তু কমিউনিটি সেন্টারের গল্পের মাধ্যমে একে জানা হয়েছে কি?
কি সেই গল্প?

একদিন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। অনেক মানুষ সেখানে দাওয়াত খেতে এসেছিল। সেখানে ছিল এক দুষ্ট ছেলে যে কমিউনিটি সেন্টারে বোমা আছে বলে গুজব ছড়িয়ে দিল। ঐ কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার রাস্তা একটি। সবাই আতংকিত হয়ে সেই দরজা দিয়ে বের হবার চেষ্টা করতে লাগল। কার আগে কে বের হবে রীতিমত প্রতিযোগিতা লেগে গেল। যার ফলে দরজাটি রীতিমত ব্লক হয়ে গিয়েছিল। তখন একজন লোক বের হবার একটি গোপন দরজার সন্ধান পেল। সে অনায়সেই সেখান দিয়ে বের হতে পারল।

আর্থিং ক্যাবলের ব্যাপারটিও কিন্তু সেইম। যখন পাওয়ার সিস্টেমে ফল্ট দেখা দেয় তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অতিরিক্ত কারেন্ট বের হবার পথ খুজে। আর সে কারণেই আর্থিং ক্যাবল নামক অল্প রোধবিশিষ্ট ক্যাবলের সুব্যবস্থা করা থাকে যেন বিদ্যুৎ মহাশয় খুব সহজেই এই পথ দিয়ে বেরিয়ে যেতে পারে।

এখানে কমিউনিটি সেন্টারের গোপন দরজাটিকে আপনি আর্থিং ক্যাবলের সাথে তুলনা করতে পারেন এবং লোকটিকে আপনি লিকেজ কারেন্টের সাথে তুলনা করতে পারেন।

শুধু সংজ্ঞা জানাটাই যথেষ্ট হবেনা, proper আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা জানাটাও জরুরি। সঠিক আর্থিং ক্যাবল সিলেকশন এর জন্য রয়েছে একটি মজার ফর্মূলা।

এরকম গল্পে গল্পে বিভিন্ন মজার এবং থ্রিলিং কন্টেন্টঃ 

আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা, ইন্ডাস্ট্রিয়াল মোটর রিউইন্ডিং, তার বডিগার্ড MPCB, বাসবার সাইজ সিলেকশন, HT(11,33kV) লাইনের ক্যাবল সাইজ সিলেকশন, HT side ব্রেকার নির্বাচন, পিএফআই স্টেজ ক্যালকুলেশন,  এক্সাইটেশন সিস্টেম তাও গল্পে গল্পে, মোটর নেইমপ্লেইট এর আদ্যপন্ত বিশ্লেষণ থাকছে আপনাদের জন্য আমার লিখা Ebook/3 ( ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা) বইতে।

আমার লিখা ৬টি ই-বুকঃ

📘ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘ই-বুক ৫ঃ চায়ের আড্ডায় পি এল সি

📘ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ৬টি ই-বুক পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা What's app 01741994646।

Post a Comment

 
Top