ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নাম নেয়া মাত্রই যে ডিভাইসটির নাম ভেসে উঠে সেটি হল "MC"
জি, হ্যা আমি ম্যাগনেটিক কন্টাক্টরের কথাই বলছি।একটি ডিভাইসের যদি এভাবে পোস্টমর্টেম করে পড়া যায় তাহলে ব্যবহারিক ক্ষেত্রে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আজ MC (Magnetic Contactor) এর পোস্টমর্টেম করব।
রিলের মত ম্যাগনেটিক কন্টাক্টরও এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা বিভিন্ন প্রকার লোডকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
এখন প্রশ্ন আসতে পারে, যদি রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের কাজ একই হয় তাহলে যেকোন একটি ব্যবহার করলেই ত হতো। কিন্তু অটোমেশন ফিল্ডে কেন দুটোই ব্যবহার করা হয়ে থাকে?
প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত। ম্যাগনেটিক কন্টাক্টর আর রিলের কাজ অনেকটা একই হলেও দুইটা কিন্তু সমান ভোল্টেজে ব্যবহার করা যাবেনা।
কারন, ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয় হাই পাওয়ার ভোল্টেজে আর রিলে ব্যবহার করা হয় লো পাওয়ার ভোল্টেজে ।
ম্যাগনেটিক কন্টাক্টর সাধারানত বড় বড় ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
অটোমেশনে ব্যবহৃত সুইচ হল পুশ সুইচ। যদি আপনাকে বলা হয় পুশ সুইচ এবং ম্যাগনেটিক কন্টাক্টরের মেলবন্ধন (ওয়্যারিং) তৈরি করুন। কাজটি কিভাবে করবেন? ইন্ডাস্ট্রি মানেই এসবের খেলা। ডায়াগ্রাম ভাল বুঝলেই কর্মক্ষেত্র সাফল্য আসবে।
আমার Ebook-3 তে পুশ সুইচের ওয়্যারিং, অটো স্টার ডেল্টা সার্কিট, মোটর রিউইন্ডিং, পি এফ আই ডিজাইন, ক্যাবল, বাসবার, ব্রেকার সিলেকশন এসব নিয়ে খুব সহজ বাংলায় আলোচনা হয়েছে। যা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ
ব্যবহারিক কাজ শেখার জন্য আগ্রহী নবীন ভাইদের প্রথম সোপান হল থিওরি নলেজ স্ট্রং করা। আর বহুদিন কর্মক্ষেত্রে কাজ করতে করতে অনেক সিনিয়র ভাইদের মনে হতে পারে, "ইশ! থিওরিটা যদি আরেকটু জাবর কাটা যেত?"
আপনাদের জন্য আমার ৬টি স্পেশাল ই-বুকঃ
ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
ই-বুক ৫ঃ চা এর আড্ডায় পি এল সি
ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ৬টি ইবুক পেতে ইনবক্সে নক দিয়ে ইমেইল আইডি শেয়ার করুন অথবা What's app 01741994646
Post a Comment