ট্রান্সফরমারের অয়েল ট্যাংকে তেলে পানিরউপস্থিতি কিভাবে সনাক্ত করা হয়?
ধরুন আপনি যে সাবস্টেশনে জব করেন তার কমিশনিং চলছে। আপনার সিনিয়র আপনাকে বলল, ট্রান্সফরমার অয়েলে পানি আছে কিনা তা পরীক্ষা করতে। তখন কি করবেন?
আমরা জানি , একজন প্রাপ্তবয়স্ক লোকের কয়েক মাস পর পর মেডিকেল চেক আপের দরকার হয়। তার
শরীরের সব অংশ ঠিকভাবে কাজ করছে কি না তা জানার জন্য। একইভাবে ছয় মাস বা এক বছর অন্তর
অন্তর সাবস্টেশনের ডিভাইসগুলোরও সুস্থতা যাচাই করা হয়। তারপর কোন সমস্যা পেলে সঠিকসমাধানের প্রচেষ্টা করা হয়। একে বলে সাবস্টেশন কমিশনিং।
কমিশনিংকালে ট্রান্সফরমার বুশিং,কয়েলের ইন্সুলেশন টেস্ট করা হয়। আর বর্ষাকাল বা শীতকাল হলে ট্রান্সফরমারের পাইরিনল তেলেরআর্দ্রতার পরিমাণ যাচাই করা হয়।
এবার আসা যাক মূল প্রশ্নে । কিভাবে এই উপস্থিতি সনাক্ত করব?
ট্রান্সফরমার অয়েলে পানি , কুয়াশা বা জলীয়বাষ্পের উপস্থিতি নির্ণয় করা যায় ক্র্যাকল টেস্টে র মাধ্যমে ।
এ পরীক্ষা করতে হলে , সামান্য পরিমাণ তৈল একটি টিউবে নিয়ে বুনসেন বার্নারের নীরব শিখার (silent
flame) দ্বারা গরম করতে হবে অথবা একটি গরম ধাতব দন্ড এক কাপ তেলের মধ্যে সামান্য পরিমাণে
ডুবালে যদি চড়চড় শব্দ (cracking sound) শোনা যায় তবে বুঝতে হবে ঐ তৈলে র মধ্যে পানির
উপস্থিতি রয়েছে । ক্র্যাকিং সাউন্ডে র সাথে মিল রেখে এই টেস্টটির নামকরণ ক্র্যাকল টেস্ট করা হয়।
কি সহজেই বুঝে গেলাম ক্র্যাকল টেস্ট! শুধু ক্র্যাকল টেস্ট কেন? ট্রান্সফরমার এর বিভিন্ন টেস্টিং, স্ট্রাকচার, মজাদার আর্টিকেল পেতে আমার লিখা "ট্রান্সফরমার মহাশয় এর খুটিনাটি" ইবুক টি লুফে নিন খুব সুলভ মূল্যে।
শুধু একটি ইবুক নিলে কি চলে? সেই সাথে রয়েছে আরো ৫টি ম্যাজিকাল ইবুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment