GuidePedia

0
ট্রান্সফরমারকে kVA তে কেন প্রকাশ করা হয় এই উত্তর অনেকেরই জানা। কিন্তু Generator, Inverter এগুলোকে কেন KVA তে রেটিং করা হয়?
এই প্রশ্ন প্রায়শই পাওয়ার ইন্ডাস্ট্রির ভাইবা প্যানেলে করা হয়। চলুন আজ একটি সুন্দর ও ভিন্নধর্মী উত্তর খুজি যা সহজেই মনে থাকবে।

ধরুন, আপনি আপনার গ্রামের বাড়ি যাচ্ছেন ট্রেনে করে। ট্রেন আপনার গ্রামের ভূতুড়ে স্টেশনে থামল। কিন্তু তখন মধ্যরাত।  গুড়িগুড়ি বৃষ্টি। আপনার বাড়ি যাবার দুটি পথ আছে। লোকের মুখে শুনলেন একটি পথে গেলে ভূত ধরতে পারে আবার নাও ধরতে পারে। আরেকটি পথ একেবারে নিরাপদ। এখন আপনি কোন পথটি নির্বাচন করবেন?
নিশ্চয় ২য় পথটি। কারণ, সেটিতে আপনার ঝুঁকি নেই। 

একইভাবে manufactures রা যখন ট্রান্সফর্মার, জেনারেটর, ইনভার্টার তৈরি করে তখন তারা ত জানেনা আর যে Consumers রা কোন ধরনের লোড ব্যবহার করবে? তারা Inductive, capacitive অথবা Resistive যে কোন লোড ব্যবহার করতে পারে। আর সেখানেই সমস্যা। Load এর Variations এ Power Factor ও Vary  করবে। তাই তারা KVA আর KW দুটো অপশান থেকে KVA টাই নির্বাচন করে। কারণ, এই পথে গেলে কোন ঝামেলা হওয়া না হওয়ার অনিশ্চয়তা নেই। 

💥কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কেন করবে?

KVA means apparent Power যেটা Power Factor এর উপর নির্ভর করেনা। তাই Load এর পাওয়ার ফ্যাক্টর যাই হোক তার কোন সমস্যা নাই
আর KW means Real Power যেটা Power Factor এর উপর নির্ভর করে। 

তাই আপনারাই চিন্তা করুন, যদি Transformer, Generator KW এ রেটিং করা হত তাইলে তার একটা  পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ করতে হত। আর সমস্যাটা তখনই বাজত। তখন লোডের সাথে তার পাওয়ার ফ্যাক্টর এর যথেষ্ট Mismatch হত। তাইলে আমরা KVA রেটিং এর আরেকটি কারণ জানতে পারলাম।

কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা 6টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ

Post a Comment

 
Top