সাবস্টেশনে ঢুকতেই এরকম একটি ডিভাইস চোখে পড়ল। সাবস্টেশনে নতুন বা অজানা কোন ডিভাইস চোখে পড়লেই তা নিয়ে বেশ জানতে ইচ্ছে করে। তাহলে এই ডিভাইটিও বাকি থাকবে কেন?
এক কথায় ডিভাইসটির নাম আইসোলেটর। নাম শুনেই বুঝা যাচ্ছে তার কাজ। সে আইসোলেট বা আলাদা করে। কিন্তু বিস্তারিত জেনে নেয়া যাক।
আইসোলেটর_কি?
যে সুইচিং ডিভাইস বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে আইসোলেটর বলে।
আইসোলেটর কোথায় ব্যবহার করা হয়?
বিভিন্ন সাবস্টেশন কিংবা বৈদ্যুতিক পোলে এই ডিভাইস ব্যবহৃত হয়।
কেন?
মেইন লাইনের সঙ্গে সংযুক্ত যন্ত্রপাতি মেন্টেইনেন্সের উদ্দেশ্যে যন্ত্রপাতিকে মেইন লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য এবং ট্রান্সমিশন লাইনের চার্জিং কারেন্টকে অফ করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়
কোন সার্কিটে আইসোলেটর ওপেন করতে হলে কী করতে হয়?
• প্রথমে সার্কিট ব্রেকার ওপেন করতে হবে;
• এরপর আইসোলেটর ওপের করতে হবে;
• আর্থিং সুইচ বন্ধ করতে হবে।
সার্কিটে আইসোলেটর বন্ধ করার সময় কি করতে হবে?
• প্রথমে আর্থিং সুইচ ওপেন করতে হবে;
• এরপর আইসোলেটর বন্ধ করতে হবে;
• সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে।
শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''
Post a Comment