GuidePedia

0
জাহিদ রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ করে সে লক্ষ্য করল, একটি ট্রান্সফরমার খোলা অবস্থায় রাস্তায়
পড়ে আছে । জাহিদ ট্রান্সফরমারটির দিকে গভীরভাবে লক্ষ্য করল এবং বোঝার ট্রাই করল কোনটি HT (High Tension) সাইড এবং কোনটি LT (Low Tension) সাইড? সে খুব চিন্তায় পড়ে গেল।
কিভাবে খোলা ট্রান্সফরমারের HT এবং LT সাইড চিনব?

HT সাইড মানে হল High Tension সাইড। যে সাইডে ভোল্টেজ মহাশয়ের উচ্চ প্রেসার থাকে সেই
সাইডকে বলা হয় হাই ভোল্টেজ সাইড। আমরা জানি, ট্রান্সফরমার তার পাওয়ার রেটিং ফিক্স রাখে ।
তাহলে খুবই নরমাল ফ্যাক্ট হল যে , ভোল্টেজের প্রেসার বেশি হলে পাওয়ার স্থির রাখার জন্য কারেন্ট
কমে যাবে। তাই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে অপেক্ষাকৃত কম কারেন্ট প্রবাহিত হয়ে থাকে ।

এখন কিভাবে বুঝব যে এই সাইডে কারেন্ট কম ভোল্টেজ বেশি ?

এখন আসব সবচেয়ে মজাদার প্রশ্নে । এখানে ট্রান্সফরমারের সাথে ত পাওয়ার লাইনের কোন কানেকশননেই। তাহলে আমি ত অ্যামিটার বা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ কারেন্ট পরিমাপ করতে পারব না। তাহলেআমি কি ভাবে বুঝব যে , এই সাইডে ট্রান্সফরমারে ভোল্টেজ বেশি এবং কারেন্ট খুব কম? 

চলুন এইট্রিক্সটি শেয়ার করে ফেলি আপনাদের সাথে। পাকসংখ্যা যত বেশি হবে ই এম এফ বা ভোল্টেজ তত বেশিহবে। আর তারের সাইজ যত কম হবে তার এম্পিয়ার তত কম হবে । এই দুটো সূত্র ভাল করে মাথায়ঢুকিয়ে নিন। এবার ট্রান্সফরমারটির কথা চিন্তা করুন। ট্রান্সফরমারে র হাই ভোল্টেজ সাইডে তারের পাকসংখ্যা বেশি এবং সে সব তারের সাইজ অর্থাৎ ডায়ামিটার কম হবে । এ থেকেই আমি সহজে বুঝতে পারিযে এটা হাই ভোল্টেজ সাইড।

এবার তাহলে LT বা লো ভোল্টেজ সাইড কিভাবে সনাক্ত করব?

এই সাইডে কয়েলেরপাক সংখ্য কম এবং তারের সাইজ অপর সাইড থেকে অনেক বেশি হবে ।

এই প্রশ্নটি অনেক সময় আপনাকে ভাইবা বোর্ডে নার্ভাস করার জন্যও করতে পারে । তাই ইতস্তত না করেখুব কনফিডেন্টের সাথে উত্তর করবেন। আর এসমস্ত প্রশ্নের উত্তর যত বেশি পারবেন আপনার চাকরিপাবার সম্ভবনাও তত প্রকট হবে ।

কেমন লাগল আর্টিকেলটি?  ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?


Post a Comment

 
Top