GuidePedia

0
বাংলাদেশ ব্যাংক  এর অফিসার জেনারেল পদে চাকরির সুযোগ সুবিধা
বেতন





বেসিক ১৬০০০, সাথে বাড়িভাড়া, চিকিৎসা ও লাঞ্চ ভাতা।

যাদের ৪ টা ফাস্ট ক্লাস আছে, তারা জয়েনিং এর দিন থেকেই চারটি ইনক্রিমেন্ট যোগ হয়ে ১৯৪৪০ টাকা বেসিকে বেতন পাবেন। তবে ১ম বছরেরটা কনফার্মেশন এর পর একসাথে এরিয়ার হিসাবে পাবেন। ঢাকায় চাকরি করলে ৫৫% বাড়ি ভাতা বাবদ ১০৬৯০ টাকা (ঢাকার বাইরে ৫০%) , ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৮০০ টাকা ইন্টারনেট বিল, ৪০০০-৪২০০ টাকা লাঞ্চ ভাতা পাবেন। আর যদি প্রতি দিন লেইট সিটিং করেন মাস শেষে আরো অতিরিক্ত পাবেন ১৩০০০+/- টাকা। অর্থাৎ সব মিলিয়ে মাস শেষে পাবেন ৪৯৬৩০ টাকা। শুধু এখানে শেষ নয়। আরো আছে আকর্ষণ। বিবিতে গত ৫ বছরে কখনো বছর শেষে ৫ /৬ টা ইনসেন্টিভ এর কম বোনাস দেয় নাই। তার মানে বছর শেষে (১৯৪৪০*৫) ৯৭২০০ টাকা অতিরিক্ত আয়। মাসিক গড়ে আয় ৮১০০টাকা। সব মিলে মাসিক ইনকাম ৫৭৭৩০টাকা। এর সাথে অন্যান্য চাকরির মত ২/ ৩ টি ফেস্টিভ্যাল বোনাস তো আছেই।এই বেতন কিন্তু  প্রতি বছর বাড়বে


প্রমোশন
জয়েনিং এর ২-২.৫ বছর পর সহকারী পরিচালক পদে প্রমোশন পাবেন। এর পর যথা নিয়মে উপপরিচালক, যুগ্ম-পরিচালক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং সর্বোচ্চ নির্বাহী পরিচালক পর্যন্ত প্রমোশন পাবেন

কর্মপরিবেশ
প্রমোশন এ সম্পূর্ণ ফেয়ার পলিসি অনুসরণ করা হয়। প্রমোশন এ কোন লবিং, দলীয় পরিচয় এর প্রয়োজন হয় না। প্রেসার বিহীন কর্মপরিবেশ। সকাল ১০ টা থেকে ৫ টা অফিস। ১ টা থেকে ২ টা পর্যন্ত লাঞ্চ টাইম।

ট্রেনিং
সাধারণত একবছরের মধ্যে ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয় ৩.৫ মাসের ৩ মাস বিবিটএ তে আবাসিক ভাবে ১৫ দিন বাইরের দেশে সাধারণ ভাবে শ্রীলঙ্কা,  ভারত,  মালয়েশিয়া,  থাইল্যান্ডে ১৫ দিন থাকবেন। এজন্য শপিং বাবদ ১লাখ ২০ হাজার টাকা পাবেন।
এছাড়া কর্মজীবনে অনেক বার বাইরের দেশে ট্রেনিং এ যেতে হবে ❤

কোঅপারেটিভ শেয়ার
দশটি অফিসে দশটি কোওপারেটিভ আছে যেখানে সর্বোচ্চ ৪০০০০ টাকা রাখা যাবে ৪০% হারে লভ্যাংশ পাবেন। ৪০০০০×১০=৪০০০০০ রাখলে বছরে ১৬০০০০ টাকা শুধু লভ্যাংশ পাবেন।

লোন সুবিধা
৩ বছর পর ৫% হারে এক কোটি আর ৫ বছর পর গাড়ি কিনার জন্য ৩৫/৪০ লক্ষ টাকা পাবেন।

আবাসন ও পরিবহন সুবিধা
ঢাকায় হেড অফিসে দুটোই পাবেন। অন্য অফিসে নাও পেতে পারেন।

মেয়েদের সুবিধা
বাংলাদেশ ব্যাংকের চাকরি মেয়েদের জন্য সর্গ। যেখানে ইচ্ছা পোস্টিং নেওয়া যায়। ইচ্ছামত বিভাগ পরিবর্তন করা যায়। লেডিস ফাস্ট কথা প্রচলিত।।

পোস্টিং
যেখানে ইচ্ছা নিতে পারবেন।। বিভাগীয় শহরে অফিস তাই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়া চিন্তা কম। সারাজীবন এক শহরে ইচ্ছা করলেই থাকতে পারবেন শুধু মাত্র দুই বছর অন্য অফিসে কাজ করতে হবে।

ছুটি সুবিধা
সকল CasualLeave বাবদ বছরে ২০ দিন ছুটি পান। এছাড়া Ordinary Leave সুবিধা আছে। প্রতি ১১ কর্মদিবসের জন্য একজন কর্মকর্তা ১ দিন Ordinary Leave জমা হয়। চাকুরী জীবনে প্রতি ০৩ বছরান্তে একজন কর্মকর্তা RecreationLeave বাবদ ১৫ দিন ছুটি পান। ছুটির সময় সকল বেতন-ভাতা পান এবং মূল বেতনের ১৫০% হারে ভ্রমণ বাবদ ভাতা পান।

চিকিৎসা সুবিধা
কোন কর্মকর্তা উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভুগলে কিংবা তার কোন বড় ধরনের অপারেশন হলে বা স্ত্রী হাসপাতালে/ক্লিনিকে সন্তান প্রসব করলে এ বাবদ যাবতীয় খরচ ব্যাংক বহন করে থাকে।

Pension
GPF (General Provident Fund): অন্যান্য সরকারি চাকুরীর মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা চাকুরী থেকে অবসর গ্রহণকালে পেনশন, গ্রাচুইটি এবং ষাধারণ ভবিষ্য তহবিল খাতে অনেক টাকা পান।

স্কলারশিপ প্রোগ্রাম
বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি বছর অনেক কর্মকর্তা সম্পুর্ন সরকারি খরচে স্কলারশিপ পেয়ে এমবিএ/ পিএইচডি  করতে যায়। এছাড়া বি আই বি এম / আই বি এ তে** এম বি এ করলে educational leave পাবেন। পড়াশোনার সময় ব্যাংক ব্যাসিক সেলারি দিয়ে দিবে।
আর কোন চাকরিতে এতো সুবিধা আছে❓❓❓

Post a Comment

 
Top