অনেকসময় দেখা যায় বাসায় বৈদ্যুতিক লোড কম, কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে। এর পেছনে বৈদ্যুতিক রহস্য কি আজ আলোচনা করবঃ
বছরখানেক আগে গ্রামে গিয়েছিলাম। গ্রামের এক চাচীর বাসায় শুধু একটি ফ্যান, একটি দুটো লাইট জ্বলে। কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। এদিকে গ্রামের সবাই গুজব রটাতে শুরু করল যে, চাচীর বাসায় ভূত আছে যে বিদ্যুৎ খায়!
অতঃপর আমি চাচীর বাসার এনার্জি মিটারের দিকে লক্ষ্য করে দেখলাম মিটারের আউটপুট সাইডের নিউট্রালকে একটি রড দিয়ে মাটিতে আর্থিং করা হয়েছে এবং যে পোল থেকে মিটারে লাইন নেয়া হয়েছে তা আর্থিং করা হয়নি। আমি ব্যাপারটা বুঝে গেলাম। তারপর পল্লী বিদ্যুৎ এর সার্ভিসম্যানদের এনে চাচীর বাড়ির বৈদ্যুতিক মিটারের সাপ্লাই সাইডের নিউট্রালকে আর্থিং করে দিই। এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোন সমস্যা হয়নি। যাস্ট ভাবুন! একটি টেকনিক্যাল আইডিয়াই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল।
কিন্তু ভাই পুরো ঘটনাই ত মাথার উপরে দিয়ে গেল! কিভাবে কি হল! নো টেনশন একটু বুঝিয়ে বলি। পল্লী বিদ্যুৎ বা যেকোন বিদ্যুৎ কোম্পানির পোল থেকে ত আর আপনি একা লাইন নেন না ভাই! অনেক গ্রাহকই তার ফেজ, নিউট্রাল লাইন ব্যবহার করছে। এখন বিদ্যুৎ সবার বাড়িতে ফেজ লাইন হয়ে যায় কিন্তু সেই নিউট্রাল লাইন হয়ে আবার পোলের আর্থিং লাইন দিয়ে টাটা bye bye করে মাটিতে চলে যেতে চায়। এখন যদি বিদ্যুৎ কোম্পানি তাদের পোলের নিউট্রাল লাইনকে আর্থিং না করে তখন খেসারত দিতে হবে প্রতিবেশীকে। কারণ বিদ্যুৎ এতকিছু বুঝবেনা সে শুধু ভূমিতে রিটার্ন ব্যাক করতে চাইবে। যখন পোলের আর্থিং লাইন পাবেনা সে চাইবে নিকটবর্তী কোন প্রতিবেশীর মিটারের আর্থিং করা লাইন দিয়ে মাটিতে চলে যেতে। যেটা খুবই স্বাভাবিক। মানুষ যেমন বের হওয়ার এক রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা খুজে বিদ্যুৎ ও তার ব্যতিক্রম নয়।
এখন আরেক বাসার বিদ্যুৎ যদি আপনার মিটারের লোড সাইডের আর্থিং লাইন দিয়ে যায় তাহলে মিটার বেচারা মনে করবে আপনার বাসার লোডগুলো এক্টিভ! তাই সে তার মত রিডিং বাড়িয়েই যাবে! আর বাড়তি বিল গুণতে হবে আপনাকে। যেমনটা চাচীর সাথে হয়েছিল। তাই আমি চাচীর মিটারের আর্থিং লোড সাইডে না করে, ইনপুট/সাপ্লাই সাইডে করে দিতে বলেছি।
তার মানে যা দাড়ালোঃ
যদি আপনার লোকাল পোল (যেখান থেকে সার্ভিস লাইন নেয়া হয়েছে) এ আর্থিং/গ্রাউন্ডিং করা না থাকে তাহলে আপনার এনার্জি মিটারের ইনপুট/সাপ্লাই সাইডের নিউট্রাল N কে আর্থিং করতে হবে।
তাই এসব ব্যাপার ভূতুড়ে নয় বরং পুরোটাই টেকনিক্যাল।
আমরা ট্রাবলশুটিং, ক্যালকুলেশনে যত এক্সপার্ট হব, কর্মক্ষেত্রেও সবার কাছে তত স্মার্ট হিসেবে পরিচিতি লাভ করব। এর পাশাপাশি আমাদের পাওয়ার সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্যানেল ডিজাইন, অটোমেশন, ট্রান্সফরমার নিয়ে জানাটাও জরুরি।
তাই সবকিছুর যৌথ আস্বাদ পেতে আমার লিখা ইবুকগুলোর তালিকাঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
কিছু সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment