GuidePedia

0
ভাইবা বোর্ডে গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

ELCB এবং RCCB এর পার্থক্য কি?
ব্যাপারটা একটু কনফিউজিং। কারণ দুটো ব্রেকারই লিকেজ কারেন্টের ভিত্তিতে কাজ করে। তাহলে মূল পার্থক্য কোথায়?

★ELCB এর ট্রিপিং ঘটে আর্থ পয়েন্টের ভোল্টেজের চাপের কারণে। এজন্য একে Voltage operated earth leakage circuit breaker ও বলে।

★আর RCCB এর ট্রিপিং ঘটে ফেজ এবং নিউট্রাল কারেন্টের আনব্যালান্সড কন্ডিশন তথা লিকেজ কারেন্টের ভিত্তিতে। এজন্য এটিকে Residual Current Device বলা হয়।

★ইন্সটলেশন আর্থিং তারকে ট্রিপিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হয়। অন্যদিকে RCCB এর core balanced current transformer রেসিড্যুয়াল কারেন্ট মনিটর করতে সক্ষম। তাই এটির গ্রাউন্ড কানেকশন দরকার হয়না। তার আউটপুটের সাথে ট্রিপিং কয়েল সংযুক্ত থাকে।

প্রায়শই ইন্টারভিউ বোর্ডে এ ধরনের প্রশ্ন করে ক্যান্ডিডেটদের কনফিউজ করা হয়। কিন্তু আমার লিখা ই-বুক পার্ট-২ "সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত" বইটিতে আছে সাবস্টেশন এবং সুইচগিয়ারের ট্রিকি প্রশ্ন মোকাবেলার অভিনব কৌশল। গল্পে গল্পে কঠিনবিদ্যা মনে রাখার কৌশল
 

Post a Comment

 
Top