ভাইবার প্রশ্নঃ
PLC বলতে যদি Programmable Logic Controller না হয় তাহলে, PLC কি?
উত্তর হবে, Power Line Carrier communication
সাবস্টেশনগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থায় কিন্তু জিপি, রবি, গ্রামীণের নেটওয়ার্ক ব্যবহৃত হয়না। যদি ব্যবহার হত তাহলে এক স্টেশনের লোড হ্রাস-বৃদ্ধিজনিত তথ্য অন্য সাবস্টেশন পেতে পেতে এক ট্রিপ ঘুমিয়ে নেয়া যেত!
যাইহোক এবার আসল কথায় আসা যাক। সাবস্টেশনের লাইনগুলো দেখলেই আমাদের মাথার মধ্যে প্রথমত কাজ করে এখানে 50 Hz এর হাইভোল্টের এসি লাইন আছে। কিন্তু এসি লাইনের পাশাপাশি এখানে যে টেলিকমিউনিকেশন লাইনও থাকতে পারে সেকথা ভেবে দেখেছি কি?
আধুনিক সাবস্টেশনগুলোতে ত এখন অপটিক্যাল ফাইবার প্রযুক্তি ব্যবহার করে scada এর সাহায্যে তথ্যের আদান প্রদান খুব সহজেই হচ্ছে। কিন্তু ফিরে যেতে চাই সেই আদিকালে। ৮০-৯০ এর দিকে এনালগ সাবস্টেশনগুলোতে একটি বিশেষ টেলিফোন প্রযুক্তি ব্যবহৃত হত। যার নাম PLCC। কি ভাবছেন programmable logic controller? না, মোটেও নয়। এটি হল power line carrier communication। এটি বেশ মজার প্রযুক্তি।
নিচের চিত্রে মার্কিং করা অংশটি হল ওয়েব ট্র্যাপ। এটি পাওয়ার লাইন থেকে বৈদ্যুতিক সিগন্যালকে একঘরে মানে আলাদা করে দেয় এবং 400 Hz কম্পাঙ্কবিশিষ্ট সাউন্ড/এনালগ সিগন্যালকে পৃথক করতে পারে। অনেকটা ফিল্টারিং করার মত। তাছাড়া লাইন হারমোনিক্স অর্থাৎ অযাচিত ওয়েব সিগনাল পৃথক করতেও এর জুড়ি নাই।
কেমন লাগল আর্টিকেলটি? আশা করি ভালই লেগেছে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে খুটিনাটি পাওয়া যেত?
চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ
Post a Comment