GuidePedia

0
কখনো খেয়াল করেছেন যে বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় ফিরে আসে। কিন্তু কেন?এটি কিন্তু লোডশেডিং নয়। তাহলে কি?
সাধারণত বজ্রপাত, পাখি, গাছের শাখা-প্রশাখা ইত্যাদির মাধ্যমে সাময়িকভাবে যে লাইন ফল্ট হয় তা কয়েক মুহূর্ত পরে আপনা-আপনি সেরে যায়। এগুলোকে বলে সূক্ষ ফল্ট বা ট্রানজিয়েন্ট ফল্ট।

কমলা রং এ মার্কিং করা ডিভাইসটির নাম অটো-রিক্লোজার। রাস্তায় চলাফেরায় সময় ১১ কেভি ডিস্ট্রিবিউশন লাইনে এই ডিভাইসটি হয়ত লক্ষ্য করে থাকবেন। ট্রানজিয়েন্ট ফল্টগুলো সমাধানের ক্ষেত্রে এই ডিভাইসটি অতন্দ্র প্রহরীর মত কাজ করে যায়।

অটো রিক্লোজার হল উপস্থিতবুদ্ধিসম্পন্ন ব্যাক্তির মত যারা অল্প সময়ের মধ্যেই কোন সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারে। কিন্তু ব্যক্তিটি যদি বার বার চেষ্টার পরেও সমস্যার সমাধান করতে না পারে তাহলে এক পর্যায়ে হাল ছেড়ে দিবে। তেমনিভাবে অটো রিক্লোজার ত্রুটি দেখা দিলে কিছু সময়ের ব্যবধানে (সাধারনত 0.3 সেকেন্ড) লাইনকে বিচ্ছিন্ন এবং পুনঃসংযোগ করতে পারে।

তবে পর পর তিনবার এ প্রচেষ্টা চালানোর পরও ত্রুটি স্থায়ী হলে এটি লাইনকে আর পুনঃসংযোগ করে না যেমনটি উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিটি হাল ছেড়ে দিয়েছিল। তখন ধারনা করা হয় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে ত্রুটি নির্ধারন করে মেরামতের প্রয়োজন। এমতাবস্থায় ব্যক্তিবিশেষের উপস্থিতির মাধ্যমে ত্রুটি সেরে সার্কিট ব্রেকার চালু করতে হয়। এখানে উল্লেখ্য যে এই প্রসেসে সময় এত কম লাগে যে, তা সাধারন গ্রাহকদের দৃষ্টিগোচর হয় না। প্রধানত গ্রামীন সরবরাহ বা এল. টি লাইনে ইহা বেশি ব্যবহৃত হয়। 

এরকম সুন্দর উপমা দিয়ে জটিল জিনিসগুলো বি এস সি, ডিপ্লোমায় বুঝতে পারলে কত ই না ভাল হত?!?! 

বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল টপিক, ইলেকট্রিক্যাল বেসিক নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন। PGCB, PDB, DESCO, REB, DPDC ভাইবায় আপনাদের ঠেকায় কে?

Post a Comment

 
Top