GuidePedia

0
কেমন হবে যদি ইলেকট্রিক্যালের পাওয়ার ফ্যাক্টরকে লেইস চিপসের সাথে তুলনা করা যায়? চলুন এই লেইস চিপসের প্যাকেটের মাধ্যমেই জানব পাওয়ার ফ্যাক্টর কেন ১ এর বেশি নয়?
এ প্রশ্নটার উত্তর জানতে হলে, আমাদের পাওয়ার এর চৌদ্দ গুষ্টি কে চিনতে হবে। Real, Reactive & Apparent power এই terms গুলো আমরা সবাই জানি। তারপরও একবার রিভিউ করি বোঝার সুবিধার্থে। 

💜 Real power হল সার্কিট এর মূল পাওয়ার যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে

🧡আর Reactive power হল সার্কিট এর reactive components ( Capacitor, inductor) এর unused পাওয়ার যা মূল পাওয়ার এর সাথে থাকে।

❤️আর Apparent power হলো যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর নয়। কিন্তু Real & Reactive মিলেই হয়। 

এবার আসি মূল প্রশ্নে। আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর হল Real & Apparent Power এর অনুপাত। অর্থাৎ,
Power Factor = Real power / Apparent power
এখন, এই Real power হয় Apparent power এর সমান হবে না হয় ছোট হবে। কখনও apparent power এর বড় হবেনা। এখন, তাই PF এর মান ১ এর সমান বা তার কম হয়। 

এবার আসি লেইস চিপসের মজাদার আলোচনায়। ধরি, আমার কাছে এক প্যাকেট লেইস চিপস আছে। যতটুকু অংশ চিপস থাকে তা রিয়েল পাওয়ার। ফাকা অংশ বা বাতাসপূর্ণ অংশ reactive power। আর পুরো প্যাকেটটা apparent power। এখন, মূল চিপস (real power) নিশ্চয় প্যাকেটের (apparent power) থেকে বেশি হবে না। হয় পুরো প্যাকেটের সমান না হয় তার থেকে কম।

তাই মাঝেমধ্যে মনে হয় চিপস কোম্পানির নামে ৫০% বাতাস খাইয়ে ধোকা দেয়ার মামলা ঠুকে দেই😄😄😄😄

শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''

আপনাদের জন্য আমার ৬টি স্পেশাল ই-বুকঃ

ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

ই-বুক ৫ঃ চা এর আড্ডায় পি এল সি

ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

সামান্য হাদিয়ার বিনিময়ে ৬টি ইবুক পেতে ইনবক্সে নক দিয়ে ইমেইল আইডি শেয়ার করুন অথবা What's app 01741994646

Post a Comment

 
Top