GuidePedia

0
1-φ এবং 3-φ মোটরের কথা ত অনেক শুনেছি কিন্তু 2-φ মোটর কি আসলেই চালানো সম্ভব? 
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হওয়া মানে ফেজ, আর্থিং, নিউট্রাল এই শব্দগুলোর সাথে আপনার রীতিমত বন্ধুত্ব হওয়া। প্রায়শ আমরা সিংগেল ফেজ, থ্রি ফেজ মোটরের কথা শুনে থাকি। কিন্তু দুই ফেজ মোটর কি? এটি কি বাস্তবে নির্মাণ করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে এটির এত অপ্রতুলতা কেন? চলুন আলোচনা করা যাক।

২ ফেজ মোটর বাস্তবে পরিচালনা করা সম্ভব। বিংশ শতাব্দীর দিকে ওয়েস্টিংহাউজ যখন টেসলার আবিষ্কৃত এসি পাওয়ার উৎপাদন করত তখন দুই ফেজ অল্টারনেটর, মোটরের ব্যবহার শুরু হয়।

একে বলা হত টু ফেজ ফোর ওয়্যার সিস্টেম। এখন অনেকে বলতে পারেন, দুই ফেজ হলে ফোর ওয়্যার সিস্টেম কেন হবে?

এটি ত আর থ্রি ফেজ সিস্টেম নয় যে আপনি নিউট্রাল ব্যবহার না করলেও চলবে। এখানে প্রতি ফেজের সাথে একটি করে নিউট্রাল লাইন জুড়ে দেয়া হত। যার দরুণ একে টু ফেজ ফোর ওয়্যার সিস্টেম বলা হত।

এই সিস্টেমে ফেজ ভোল্টেজ ৯০° কৌণিক অবস্থানে থাকে। পরবর্তীতে দেখা যায়, থ্রি ফেজ এবং সিংগেল ফেজ সিস্টেমে দুই ফেজের তুলনায় সংযোগ অনেক সরল, সহজ এবং ফল্ট ডিটেকশন করাও যায় অনায়সেই। তাই দুই ফেজ সিস্টেমের ব্যবহার পরবর্তীতে কমে আসে৷

দুই ফেজ মোটর নিয়ে আরো বিস্তারিত জানতে আমার প্রকাশিত Ebook-3 ক্রয় করতে পারেন। "ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা" নামক ই-বুকটিতে আরো আছে, মোটর রিউইন্ডিং, স্টার ডেল্টা সার্কিট, মোটর সিরিজ ল্যাম্প টেস্ট, মোটর/ট্রান্সফরমার ইন্সুলেশন টেস্টিং ডিভাইস, মোটর এক্সাইটেশন, ক্যাবল, ব্রেকার, বাসবার ক্যালকুলেশন আলোচনা করা হয়েছে অতি সহজভাবে ও গল্পের ছলে।

আমার সবগুলো বই এর তালিকাঃ

ইবুক১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
ইবুক২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত 
ইবুক৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা 
ইবুক৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
ইবুক৫: চায়ের আড্ডায় পি এল সি 
ইবুক৬: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি

৬টি ইবুক সুলভ মূল্যে পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top