GuidePedia

0
একটি কথা প্রায়শই শোনা যায়, "PDB, DPDC, REB, DESCO বিভিন্ন ইন্ডাস্ট্রিকে পেনাল্টি চার্জ করে থাকে"। তাহলে জেনে আসা যাক, এই প্যানাল্টি চার্জ কি? 
ইন্ডাস্ট্রি মানেই ভারী ইন্ডাক্টিভ লোডের ব্যবহার। আর ইন্ডাক্টিভ লোডের আধিক্য মানেই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ বেড়ে গিয়ে কোসাইন মান তথা পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া।

কিন্তু কোম্পানির ত আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কারণ পাওয়ার ফ্যাক্টর কম মানেই একগাদা প্যানাল্টি চার্জ গণনা করা।

প্যানাল্টি চার্জ কি?

পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (PDB, REB, DESCO) কোন ইন্ডাস্ট্রিকে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের দরুণ সিস্টেম লসজনিত কারণে যে চার্জ ধার্য করে, তাকেই প্যানাল্টি চার্জ বলে।

প্যানাল্টি চার্জ থেকে মুক্তির উপায় হল PFI বা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট প্যানেল যা পাওয়ার ফ্যাক্টরকে ০.৯৯ এ উন্নীত করতে পারে। তাই পি এফ আই প্যানেলের পোস্টমর্টেম এবং ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি।

আমার লিখা Ebook-3 "ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা" বইটিতেঃ

মোটর রিউইন্ডিং

স্টার ডেল্টা সার্কিট

মোটর সিরিজ ল্যাম্প টেস্ট

মোটর ইন্সুলেশন টেস্টিং ডিভাইস

মোটর এক্সাইটেশন

পি এফ আই এর ময়নাতদন্ত ও ওয়্যারিং

পুশ সুইচ ওয়্যারিং

ম্যাগনেটিক কন্টাক্টর

HT & LT ক্যাবল, ব্রেকার, বাসবার ক্যালকুলেশনসহ আরো মজার টপিক আলোচনা করা হয়েছে অতি সহজভাবে ও গল্পের ছলে।

শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''


Post a Comment

 
Top