একটি সাবস্টেশনে এলার্ট সাইনঃ
"৫০ কেজি কম ওজনের ব্যক্তি সাবস্টেশনে প্রবেশ করতে পারবেনা"।
এখন নিশ্চয়ই ব্যাপারটা অনেকের কাছেই আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। আশ্চর্যের কিছুই নেই। এর পেছনে লুকায়িত কারিগরি রহস্য বুঝিয়ে বলা যাক।
আচ্ছা, মানবদেহ নিশ্চয়ই ক্যাপাসিটরের ন্যায় কাজ করে? উত্তর অবশ্যই হ্যা। কারণ মেটালিক লেয়ারের মধ্যবর্তী ইন্সুলেশন সিস্টেমই ক্যাপাসিটর বলে আমরা আখ্যা দিয়ে থাকি। তেমনি মানবদেহ হল ফাপা ও বায়ুপূর্ণ। আর বায়ু হল উত্তম ইন্সুলেটর। তাই মানবদেহ একটি ক্যাপাসিটরের মতই আচরণ করতে পারে। অর্থাৎ তার ক্যাপাসিট্যান্স ইফেক্ট রয়েছে।
আচ্ছা বুঝা গেল। কিন্তু উক্ত ঘটনার সাথে এর সম্পর্ক কি?
সাধারণত ৫০ কেজি অল্প ওজনের মানুষের উপর বৈদ্যুতিক ক্যাপাসিট্যান্স প্রতিক্রিয়া তুলনামূলক বেশি। আর এই ক্যাপাসিটিভ ডিসচার্জ কারেন্টের পরিমাণ 116 mA। যা তার উপর খুব অল্প সময়ে প্রতিক্রিয়া করে তার কার্ডিয়াক এরেস্ট পর্যন্ত হতে পারে।
একথা শুনে, একটু সিল্ম ফিগারের ভাইয়েরা হয়ত টেনশনে পড়ে গেলেন যে, তাহলে কি আমি সাবস্টেশনে জব পাব না?
অবশ্যই পাবেন। নাহলে সার্কুলারেই এমন লিখা থাকত যে প্রার্থীর ওজন ৫০ কেজির বেশি হতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের (পুরুষ) ওজন ৫০ কেজির বেশি হয়ে থাকে। যদি ব্যতিক্রম হয় তাহলে তাকে এক্সট্রা সেফটি ও প্রটেকশন নিতে হবে।
কারণ ইলেকট্রিক্যাল কাজ করার আগেই শপথ নিতে হবে, "Safety first, then Duty"
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই বাস্তবের রসাত্নক আলোচনার সাথে তুলনা করে পড়া। আর এতে খুব সহজে বুঝা যায় এবং মনেও থাকে। কেমন হবে যদি এরকম গল্পে গল্পে ইলেকট্রিক্যাল এর ৬টি ইবুক পাওয়া যায়?
নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment