থ্রি পিন প্লাগের আর্থিং পিন লম্বা ও মোটা হয় কেন?
আমাদের বিল্ডিং এর ঝন্টুর মামা ইলেকট্রিক্যাল এর স্নাতক পর্যায়ের ছাত্র। বাসায় বৈদ্যুতিক শকের ঝামেলা এড়াতে সে থ্রি পিন ব্যবহার করে। তার ভাগ্নে থ্রি পিন দেখে প্রশ্ন করে বসল, "আচ্ছা, মামা, থ্রি পিন প্লাগ লম্বা ও মোটা হয় কেন?
আমরা সকলেও এ কথা জানি যে, থ্রি পিন প্লাগের একটি লম্বা এবং মোটা আর্থিং পিন আছে। কিন্তু কেন সেই আলোচনায় আসি।
আর্থ পিন মোটা হয় কেন?
ছোটবেলা এমনকি তরুণকালেও আমরা একটা রেজিস্ট্যান্স এর সূত্র জানি যেটা হলোঃ
R=row L/A
এখানে R হলো তারের রেজিস্ট্যান্স,row হলো তারের রেজিস্টিভিটি, L হলো তারের দৈর্ঘ্য এবং A হলো তারের ক্রস সেকশনাল এরিয়া।
এর মানে হলো তারের ক্রস সেকশন এরিয়া(A) যত বাড়বে রেজিস্ট্যান্স(R) তত কমবে।
মোটা পিনের রোধ কম হওয়ার কারণে অতিরিক্ত কারেন্ট খুব সহজেই এই পিনের মধ্যে প্রবাহিত হয়ে ডিভাইসকে সুরক্ষা দিবে। কারণ, বিদ্যুৎ অল্প রোধের পথই চুজ করে।
আর্থ পিন লম্বা কেন হয়?
থ্রি পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকি দুইটি পিনের চেয়ে লম্বা থাকে। কারণ হল প্লাগটি যেন সকেটে লাগানোর সময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে ডিসকানেক্টেড হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে।
বই পড়তে তখনই আনন্দ লাগে তখন লেখক তার পাঠককে তার লেখনীর মধ্যে বিমোহিত করতে পারে। আর তখনই বোরিং লাগে যখন লেখকের লেখনী হয় গদবাধা, জটিল।
নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।
আমার লিখা ই-বুকগুলোঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment