ট্রান্সমিশন লাইনের মার্কার বল সেট আপের কাজ চলছে। যেসব ইলেকট্রিশিয়ান ভাইরা নিজের জীবনের ঝুকি নিয়ে এমন কাজ করেন তাদের জানাই অন্তরস্থল থেকে স্যালুট।
এবার আসি কেন এই মার্কার বলগুলো ব্যবহার করা হল?
সাধারণত ট্রান্সমিশন লাইন এর টাওয়ারগুলো ১০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তাই ট্রান্সমিশন লাইনটি আকাশযান (হেলিকপ্টার, প্লেন) এর পাইলটের দৃষ্টিগোচর হওয়ার জন্য বিভিন্ন কালারের মার্কার বল একটি সুনির্দিষ্ট প্যাটার্ন এ সাজানো থাকে। এজন্যই লক্ষ্য করে দেখবেন এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলোতে বিভিন্ন রং এর মার্কার বল সাজানো আছে।
অনেকের মধ্যে একটি ভূল ধারণা আছে যে, মার্কার বল শুধু রিভারক্রসিং টাওয়ারেই ব্যবহৃত হয় যেন তার পানিতে ছিড়ে পড়লে ভেসে থাকতে পারে। এই ধারণা সম্পূর্ণ ভূল। কারণ পাহাড়ি ট্রান্সমিশন লাইনেও মার্কার বল দেখা যায়। সেখানে পানি কোথায়? তার মানে ব্যাপারটা হল উচ্চতার এবং লাইনের সুরক্ষা।
তাহলে রাতের বেলায় কিভাবে বৈমানিক মার্কার বল দেখবে?
সেটার ও ব্যবস্থা আছে। এই মার্কার বল গুলোর ভেতরে হাই লুমিন্যান্স এর এল ই ডি আছে যেগুলো রাতের বেলায় জ্বলে সংকেত দিয়ে থাকে।
এখন প্রশ্ন, এত উচ্চ ভোল্ট এর লাইনে এই এল ই ডি কিভাবে জ্বলে?
এই এল ই ডির সাথে সিরিজে উচ্চমানের রোধ সংযুক্ত থাকে যার দরুণ কাঙ্খিত পাওয়ার এই বাতিগুলো জ্বলতে পারে। অনেকটা আমাদের বাসাবাড়িতে মাল্টিপ্লাগের পাওয়ার এল ই ডি যেভাবে জ্বলে।
নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!
নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
💚Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
💚Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
💚Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
💚Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
💚Ebook5: চা এর আড্ডায় পি এল সি
💚Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment