বৈদ্যুতিক পোলে বসানো CT PT দেখে আমাদের মনে অনেক প্রশ্নই জাগে। আজ CT PT মার্কিং করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে ইনশাআল্লাহঃ
সিটি হাই লেভেল কারেন্ট আর পিটি হাই পটেনশিয়াল মেজার করে তা সকলেই জানি কিন্তু সিটি পিটির টেকনিক্যাল আইডেন্টিটিফিকেশন বুঝতে পারাটাই একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাজ
১) CT 5P 20 30VA দ্বারা কি বুঝায়?
5 দ্বারা বুঝায় সিটির অ্যাকুরেসির মান। P দ্বারা বুঝায় এটি একটি প্রটেক্টিভ সিটি। পরের ২০ সংখ্যাটি দ্বারা বুঝায়, সেকেন্ডারিতে প্রাইমারির ২০ গুন কারেন্ট গেলেও সেটা সিটি সেন্স করতে পারবে। একে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর বলে। এর দ্বারা ফল্ট কারেন্টের মানও বুঝায়।
আর 30VA দ্বারা সিটির বার্ডেন বুঝায়, সেকেন্ডারিতে কানেক্টেড থাকা সর্বোচ্চ লোডকেই বার্ডেন বলে, যা প্রাইমারি থেকে সেকেন্ডারিকে আলাদা করে রাখে।
২) একটি CT এর মান 100/5A দিয়ে কি বুঝায়?
একটি সিটির মান 100/5A বলতে বোঝায়, প্রাইমারি কয়েলে কারেন্ট 100A হলে, সেকেন্ডারিতে কারেন্ট প্রবাহ হবে 5A। অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও 100/5 = 20
৩) একটি PT এর মান 66kV/110V দিয়ে কি বোঝায়?
একটি পিটির 66kV/110V দিয়ে বোঝায়, এটির প্রাইমারিতে 66kV আবিষ্ট হলে সেকেন্ডারিতে 110 volt পাওয়া যাবে। অর্থাৎ, ট্রান্সফরমেশন রেশিও 66000/110 = 600
এরকম সহজ ভাষায় বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস নিয়ে খুব সহজেই জানতে আমার লিখা বইগুলো নিতে পারেন। PGCB, PDB, REB, DPDC ভাইবা নিয়ে দুশ্চিন্তার আর কোন কারণ নেই।
Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
Ebook5: চা এর আড্ডায় পি এল সি
Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা What's app 01741994646
@everyone
Post a Comment