GuidePedia

0
সার্কিট ব্রেকারের গায়ে লিখা "Breaking Capacity 30 kA" দিয়ে আসলে আমরা কি বুঝব?
ধরেন, দুপুরে লাঞ্চ করতে বসলেন। টক ঝাল মিষ্টি বিভিন্ন প্রকারের খাবার খেলেন। ভিন্ন ভিন্ন এসিডিক লেভেলের এত রকম খাবার খাওয়ার পরেও আপনার পাকস্থলী সয়ে গেল। কিন্তু আপনি এক চামচ সালফিউরিক এসিড সরাসরি খেয়ে দেখেন। কিছুক্ষণের মধ্যেই "ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন" হয়ে যাবেন।

এ থেকে বুঝা যায়, আমরা এসিড খেতে পারি কিন্তু সেটা অর্গানিক এসিড। সীমার ভেতর সবকিছুই ভাল, আর সীমার বাইরে সবকিছুই খারাপ। চলুন ক্যামেস্ট্রি ক্লাস ভেবে ভূল করার আগেই মূল বিষয়ে ফিরে যাই।

সার্কিট ব্রেকারের মূল কাজটা আসলে কি? ফল্ট কারেন্ট থেকে সৃষ্ট আর্ক অবদমন করে ডিভাসকে অক্কা পাওয়া যেতে রক্ষা করা।

VCB- শূন্য মাধ্যমে
ACB- বায়ু মাধ্যমে
SF6- SF6 গ্যাসের মাধ্যমে
OCB-তেলের মাধ্যমে 

এই আর্ক অবদমন করে। কিন্তু কতক্ষণ? তার নিজেরও ত সামর্থ্যের একটি লিমিট থাকে। সেই লিমিটের বাইরে গেলে সে নিজেই পুড়ে যাবে বা গলে যাবে। এজন্যই অনেক ইলেকট্রিক্যাল এক্সিডেন্টে দেখবেন ব্রেকারই গলে গেছে।

তাহলে, কি দাঁড়ায়?

সার্কিট ব্রেকারের গায়ে লিখা "Breaking Capacity 30 kA" দিয়ে বুঝায় ব্রেকারটি 30kA পর্যন্ত ফল্ট কারেন্টের সৃষ্ট আর্ককে অবদমন করতে পারে বা লাইন ট্রিপ করতে পারে।

আর্ক শব্দটি বুঝতে নবীনদের হয়ত একটু সমস্যা হতে পারেঃ

বিদ্যুৎ বর্তনীর দুটি পরিবাহীর মধ্যে যদি স্বল্প পরিমাণ ফাঁকা জায়গা থাকে এবং ঐ ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহের মত যথেষ্ট বৈদুতিক চাপ বা ভোল্টেজ থাকে, তবে সেখানে সে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকেই আর্ক বলে।

কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা 6টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ

Post a Comment

 
Top