হাইভোল্টেজ লাইনগুলো যেমন ১১ কেভি, ৬৬ কেভি, ১৩২ কেভি এগুলোতেও নিউট্রাল না পেলে কি শক করবেনা? প্রশ্নটি আসলেই অনেক কনফিউজিং।
বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন এ বিষয়ে। আজ এ ব্যাপারে আড্ডা জমিয়ে তুলব ইনশাল্লাহ।
নিউট্রাল স্পর্শ না করলেও শক করবে কেন?
নিউট্রাল বা গ্রাউন্ড স্পর্শ না করলে বর্তনী সম্পূর্ণ হয়না। আর তাই বলে কোন ব্যক্তি শক অনুভব করেনা। এ কথাটি যেমন সঠিক তেমনিভাবে এটাও সঠিক যে নিউট্রাল বা গ্রাউন্ড স্পর্শ না করে, শুধু লাইভ লাইনেও আপনি বিদ্যুতায়িত হতে পারেন। এখন হয়তো সবার কাছে ব্যাপারটি সাংঘর্ষিক লাগছে। কিন্তু এটা মোটেও সাংঘর্ষিক নয়। চলুন বুঝিয়ে বলা যাক।
হিউম্যান বডি ক্যাপাসিটিভ ডিসচার্জ
ক্যাপাসিটর আমরা কে না চিনি? কিন্তু আমরা হয়ত অনেকেই জানিনা যে মানবদেহ ফাঁপা, মাংসল এবং বায়ুপূর্ণ হবার দরুণ তা ক্যাপাসিটরের মত কাজ করে থাকে। উল্লেখ্য যে, মানবদেহের ক্যাপাসিট্যান্স 100-200 pF। অর্থাৎ, পাওয়ার লাইন বা হাইভোল্টেজের সংস্পর্শে এলে হিউম্যান বডিতে ক্যাপাসিটিভ ডিসচার্জ হতে শুরু করে। তাই সে শক বা শিরশির অনুভব করে। ভোল্টেজের মাত্রা বেশি হলে হার্ট এটাক বা কার্ডিয়াক এরেস্ট পর্যন্ত হতে পারে। তাই আপনি এটা ভাবলে ভূল হবে যে, নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হয়না বলে আপনি পাওয়ার গ্রীডের লাইভ লাইন ধরে বসে থাকবেন!!! তবে লো ভোল্টেজের ক্ষেত্রে এই ক্যাপাসিট্যান্স প্রতিক্রিয়া হয়না বললেই চলে। এক্ষেত্রে শক খেতে হলে আপনার নিউট্রাল থিওরিকে কাজে লাগাতে হবে। তবে ব্যক্তির দৈহিক কাঠামো এবং আর্দ্রাবস্থার উপর ভিত্তি করে ক্ষেত্রবিশেষে ব্যতিক্রমও হতে পারে। তাছাড়া অল্প ভোল্টেজে নিউট্রাল বা গ্রাউন্ড সংযোগ ছাড়া শক খাওয়ার সম্ভবনা নেই বললেই চলে। বডি ক্যাপাসিট্যান্স থিওরি না জেনেই অনেকে শুধু নিউট্রালের ভিত্তিতেই শকিং থিওরি প্রদান করে থাকে। এটা রীতিমত ভূল কনসেপ্ট।
এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন। PGCB, PDB, REB, DPDC ভাইবায় আপনাদের ঠেকায় কে?
Post a Comment