আমরা ছোটবেলা থেকেই একটি ঘটনা দেখি আসছি যে, বিকট একটি শব্দ হবার পর বিদ্যুৎ চলে যায়।
আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিকট একটি শব্দ হল আর দেখি চারদিক অন্ধকার। বাচ্চারা হৈ চৈ শুরু করে দিল। পাশের বাসার ভাবী এসে গুজব রটতে শুরু করল যে, "ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে, আজ সারারাত নাকি বিদ্যুৎ আসবেনা"। এই খুশিতে মহানন্দে সবাই ছাদে গেল পার্টি করতে।
আসলেই কি ট্রান্সফরমার ব্লাস্ট করেছিল? কারিগরি বাস্তবতা কি বলে?
আমরা সবাই জানি, পাওয়ার লাইনে বেশ কিছু অতন্দ্র প্রহরী থাকে যে সর্বদাই নিজের জীবনের ঝুকি নিয়ে পাওয়ার লাইনকে রক্ষা করে। জি হ্যা! আমি প্রটেক্টিভ ডিভাইস (ব্রেকার, ফিউজ) এর কথাই বলছি। তেমনি 11kv লাইনে তিনটি লাইভ লাইনের সাথে তিনটি Drop Out Fuse অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে।
যাকে আমরা সংক্ষেপে DOF বলি। পাহারা দিয়ে গিয়ে এক সময় নিজেই অক্কা পেয়ে পায় এবং বিকট শব্দ করে গোটা এলাকাকে জানান দেয়। DOF একটি explosive (বিস্ফোরক) ফিউজ বলে এটি পুড়ে গেলে Gunshot এর মতই আওয়াজ হয়।
কিন্তু না বুঝেই আমরা দোষ দিয়ে বসি বেচারা ট্রান্সফরমার এর।
আপনার আমার বাড়ির দারোয়ান ডাকাতের সাথে আপোসে আমাদের সব লুটে নিলেও এই ফিউজ, ব্রেকার উনারা খুবই বিশ্বস্ত। জীবন বলি দিয়ে হলেও রক্ষা করে যাবে পাওয়ার লাইন।
DOF নিয়ে আরো কিছু তথ্য দিয়ে রাখা ভালঃ
💥দারোয়ানের যেমন একটি হাতে লাঠি থাকে তেমনি এই ফিউজের রয়েছে একটি লাঠি বা স্টিক যার নাম ফিউজ লিংক বা আইসোলেটর। যা শত্রুর নিশানা পাওয়া মাত্রই লাইনকে বিচ্ছিন্ন বা আইসোলেট করে।
💥DOF এর এম্পিয়ার রেটিং (1-200) amps
💥 সাধারণত লাইনের সাথে 20°এংগেল করে ফিউজটি অবস্থান করে
এবার তাহলে ভেবেই দেখুন, ফিউজ, ব্রেকার এরা নিজের জীবনের ঝুকি নিয়ে আমাদের বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা করছে আর আমরা না জেনেই পাশের বাসার ভাবীর মত গুজব ছড়িয়ে যাচ্ছি।
কেমন লাগল এই ক্ষুদ্র কিন্তু রসাত্নক আর্টিকেলটি? যতক্ষণ পড়েছেন নিশ্চয় কল্পনাজগত ও কারিগরি ফ্যাক্টের একটি সংমিশ্রণ অনুভব করেছেন তাইনা?
Post a Comment