GuidePedia

0
🧡Two Way সুইচ কি? কিভাবে সহজেই কানেকশন করব?

শামীম তার বন্ধু খালেদের বাসায় বেড়াতে গেল। সিড়ি দিয়ে উঠতেই দেখল সিড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। সে সুইচ দিয়ে সিড়ির বৈদ্যুতিক বাতিটি জ্বালাল। কিন্তু হুট করে খেয়াল করল সিড়ির নীচ থেকে হুট করে একটি ছায়ামূর্তি সুইচ বন্ধ করে দিল। 

সে কিছুটা বিচলিত হল। কারণ সুইচ তার সামনেই। সিড়ির নীচ থেকে সে নাগাল পেল কিভাবে? আর লোডশেডিং ও হয়নি। হুট করে সিড়ির নীচ থেকে উপরে উঠে আসতে লাগল অবয়বটি। তার কাধে হাত রাখল এবং বাতিটি আবার জ্বালিয়ে দিল।

শামীম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সাহস করে চোখ খুলতেই দেখল তার বন্ধু খালেদ। আসলে এখানে ব্যপারটি কি?

ব্যাপারটি আসলে টু ওয়ে সুইচিং সিস্টেম এর কারসাজি। অর্থাৎ, দুই সুইচেই নিয়ন্ত্রিত হচ্ছিল বৈদ্যুতিক বাতিটি।

এখন প্রশ্ন হল, Two way সুইচ কি? আমরা Two way সুইচ কেন ব্যবহার করি?

Two way switch এমন একটি সুইচ,এই সুইচের মাধ্যমে আমরা কোন একটি লোডকে দুটি আলাদা জায়গা থেকে নিয়ন্ত্রন করতে পারবো। আর এর বাস্তব ঘটনা উপরেই আমরা দেখেছি ইতোমধ্যে।

সাধারন সুইচ SPST/Single Pole Double Throw  দিয়ে এই কাজটি আমরা করতে পারবো না।

Two Way সুইচের তিনটি টার্মিনাল আছে।

💥COM=Phase Connection
💥L1= Load No 1
💥L2= Load No 2

এখন, কানেকশন কিভাবে দিব?

💥একটি লোড কে দুই স্থান থেকে নিয়ন্ত্রন করতে আমাদের দুইটি Two way সুইচ লাগবে। দুইটি টু ওয়ে সুইচের L1 এবং L2 গুলো তার দিয়ে যথাক্রমে শর্ট করে কানেকশন করি।

💥তারপর প্রথম Two way switch এর Com পিনে ফেজ(phase) সংযোগ করি এবং অপরটি Two way switch এর com পিন থেকে একটি তার দিয়ে বাতির একপ্রান্তে সংযোগ করি। আর বাতির অন্য প্রান্তটি হলো নিউট্রাল।

এখন ২২০/২৩০ ভোল্ট সাপ্লাই দিলেই আমরা দুইটি Two way switch দিয়ে দুই জায়গা থেকে একটি লোড কে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ 

কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা 6টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ

Post a Comment

 
Top