GuidePedia

0
এক প্রকৌশলী ভাই আমাকে প্রশ্ন করলেন, সাবস্টেশনের হৃদয় কোনটি?
আমি তখন বুঝে গেলাম ভাইটি প্রকৌশলী হলেও একটু রসিক বটে। সিনামেটিক স্টাইলে সুন্দর একটি প্রশ্ন করে বসল। আমিও কম যাইনা বাপু! আমিও উত্তর দিলাম ফিল্মিটিক কায়দায়। আমি বললাম, সাবস্টেশনকে জিজ্ঞাসা করেই দেখুন। এটি চিৎকার করে জোর গলায় বলবে,

"ট্রান্সফরমার আমি তোমায় ছাড়া বাঁচব না। তুমিই আমার হৃদয়।"

একটু মজা করলাম। কারণ কারিগরি ভাষা মাথায় ঢুকাবার আগে একটু রিফ্রেশ হওয়া দরকার। সত্যিই ট্রান্সফরমার হল একটি সাবস্টেশনের হার্ট। এই সাবস্টেশনের যেন হার্ট এট্যাক যেন না হয় সেজন্য আমাদের প্রকৌশলী ভাইয়েরা দিনরাত কাজ করে যান। এজন্য তাদের জানাই স্যালুট।

একজন বৃদ্ধ লোকের যেমন হার্ট চেকাপ জরুরি তেমনি সাবস্টেশন পুরাতন হয়ে গেলে ট্রান্সফরমার টেস্টিং জরুরি। কি কি টেস্ট ভাইয়া?

💥 ট্যান ডেল্টা টেস্ট। বাপরে এইটা আবার কি? একটু ইজি করে দিলাম, এটাকে "ইন্সুলেশন টেস্ট" ই বলি।

কিসের ইন্সুলেশন টেস্ট? কেন উইন্ডিং কয়েল, বুশিং!

💥 ক্র‍্যাকল টেস্ট! OMG এইটা আবার কি? এটা হল ট্রান্সফরমার তেল পানির সাথে বন্ধুত্ব করে বসল কিনা সেই পরীক্ষা! কারণ বিধান আছে তেলে জলে হয়নারে পিরিতি!

ছোটবেলায় ভাবতাম, ট্রান্সফরমার মানেই মোটা দৈত্যাকার পাওয়ার ট্রান্সফরমার। পরে জানলাম, পিচ্চি পুচকি সিটি পিটিও নাকি ট্রান্সফরমার। হাইভোল্ট বা কারেন্ট সঠিক মেজারিং তখনই পসিবল যখন সঠিক মানের সিটি পিটি বসাতে পারবেন।

তাই ট্রান্সফরমার, সাবস্টেশন এবং সুইচগিয়ার, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার সিস্টেম ডিজাইন নিয়ে কিছু বই লিখেই ফেললাম।

ইবুকগুলোর তালিকাঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

কিছু সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top