GuidePedia

0
ভাই, বাসবার নির্ধারণের একটু সহজ হিসেব চাই, কিন্তু সব জায়গায় সহজ জিনিসকে জটিল করে ফেলে"। 
আর নয় চিন্তা, চলে এল সহজ সমাধান ইনশাআল্লাহ 

"বাসবার" হল একটি আয়তাকার ধাতব দন্ড বা পাত যা বৈদ্যুতিক সিস্টেমে বিদ্যুৎ চলাচলের সেতু হিসেবে কাজ করে। এখন অনেকের মাথায় পদ্মা সেতুর কথা চলে এসেছে নিশ্চয়ই। হুম ঠিক ভাবছেন। এরকম ই ব্যাপারটা। মানুষ যেমন নদী বা লেকের এপার থেকে ওপার যেতে ব্রীজ বা সেতু ব্যবহার করে তেমনিভাবে বিদ্যুৎ ও একটি সিস্টেম হতে অপর সিস্টেমে প্রবেশ করতে পারে এই বাসবারের মাধ্যমে। ইন্ড্রাস্ট্রিতে HT side থেকে বিদ্যুৎ LT side এ এই বাসবার কানেকশন এর মাধ্যমেই প্রবেশ করতে পারে। যেটা আমি LT pannel নিয়ে আলোচনার সময়েও বলেছি। এছাড়াও সিস্টেমের কোন অংশে ত্রুটি দেখা দিলে বাসবারের মাধ্যমে active part কে faulty part থেকে আলাদা করা যায়। কোন একটি সিস্টেম বন্ধ হয়ে পড়লেও অপর সিস্টেমের কাজ বাসবার দিয়ে চালিত হয়। 

এবার আসি আসল ও মজার অংশে যেটা সবাই জানতে চায়। বাসবার ক্যালকুলেশন কিভাবে করা হয়?  

ধরুন, আমার ইন্ড্রাস্ট্রিতে three phase 500 KVA এর একটি 11/.44 KV  ট্রান্সফরমার আছে। এখন আমি তার outgoing side এর কারেন্ট এর জন্য বাসবার নির্বাচন করব যেটা আমার LT pannel এ সেট আপ করব। চলুন হিসেব করা যাক। 

কারেন্ট I (secondary)  

= 500 x 1000/ (1.732 x 440) 
= 656 Ampere 

এখন অধিক নিরাপত্তার জন্য আমাকে ২৫% এক্সট্রা যোগ করে নিতে হবে। 

তাহলে = 656 x 1.25 = 820 A 

এখন, আমি কপার বাসবার ব্যবহার করলে, প্রতি 1A এর জন্য 0.5 sqmm busbar ব্যবহার করা উচিত। আর এলুমিনিয়ামের জন্য 1.2 sqmm per ampere.
তাইলে যদি আমি কপার ব্যবহার করি, আমার 820 amps load এর জন্য 410 sqmm busbar ব্যবহার করা উচিত। তবে লক্ষ্য রাখতে হবে বাজারে এই একুরেট সাইজ এর বাসবার পাওয়া যায় কিনা?? বাজারে সাধারণত যেসব সাইজের বাসবার পাওয়া যায় : 

25 x 5, 25 x 8, 25 x 10, 30 x 5, 30 x 8, 30 x 10, 
40 x 5,  40 x 8, 50 x 5, 50 x 8, 50 x 10, 80 x 5, 80 x 8, 80 x 10, 100 x 20, 110 x 10 sqmm etc 

তাই আমাদের লোডের জন্য 80 x 5 or 40 x 10 or
 50 x 8 sqmm busbar নিলেই যথেষ্ট

আমরা ট্রাবলশুটিং, ক্যালকুলেশনে যত এক্সপার্ট হব, কর্মক্ষেত্রেও সবার কাছে তত স্মার্ট হিসেবে পরিচিতি লাভ করব। এর পাশাপাশি আমাদের পাওয়ার সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্যানেল ডিজাইন, অটোমেশন, ট্রান্সফরমার নিয়ে জানাটাও জরুরি।

তাই সবকিছুর যৌথ আস্বাদ পেতে আমার লিখা ইবুকগুলোর তালিকাঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

কিছু সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top