GuidePedia

0
চিত্রের ডিভাইসটি সনাক্তকরণ করা যাক। ব্যবহারিক জগতে প্রবেশের আগে একজন ইঞ্জিনিয়ারের জন্য ডিভাইস আইডেন্টিফিকেশন টা জানা খুবই জরুরি। কারণ Organ না চিনলে রোগ সনাক্তকরণ করা অসম্ভব।
💥নিচের চিত্রটি হল ট্রান্সফরমারের নাকের লোম
কারিগরি ভাষায় যাকে আমরা বলি "ব্রীদার"

ব্রীদার কিন্তু সত্যিই শরীরের নাকের লোমের মত কাজ করে থাকে। আর নাকের লোমের কাজ হল শ্বাস প্রশ্বাসের সময় বাতাসের ধূলাবালিকে আটকে রাখা।

আচ্ছা বুঝলাম। তাহলে ট্রান্সফরমার ব্রীদারের সাথে এর মিল কি?

ট্রান্সফরমার ওভারলোডজনিত কারণে যখন গরম হয়ে যায় তখন কনজারভেটর ট্যাংকের তেল আয়তনে বৃদ্ধি পায়। তখন তেলের উপরিভাগে আটকে থাকা বায়ু ব্রীদারে প্রবেশ করে। এ অবস্থায় বায়ুর ধূলাবালি, জলীয়বাষ্প ব্রীদারের সিলিকা জেলে আটকে যায়। আবার ঠান্ডা হবার পর যখন তেলের আয়তন কমে যায় তখন তা ব্রীদার হয়ে ট্যাংকে প্রবেশ করে। এভাবে ব্রীদার ট্রান্সফরমারকে ধূলাবালিযুক্ত ও আর্দ্র বাতাস থেকে রক্ষা করে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই বাস্তবের রসাত্নক আলোচনার সাথে তুলনা করে পড়া। আর এতে খুব সহজে বুঝা যায় এবং মনেও থাকে। কেমন হবে যদি এরকম গল্পে গল্পে ইলেকট্রিক্যাল এর ৬টি ইবুক পাওয়া যায়? 

নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!

নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top