GuidePedia

0
কখনো কি লক্ষ্য করেছেন, কোথাও আগুন লাগলে তার নিকটবর্তী পাওয়ার লাইন ট্রিপ করে এবং দ্রুত বিদ্যুৎ চলে যায়?
সে অনেক বছর আগের কথা। সময়টি ছিল মধ্যরাত। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হুট করে ঘুম ভেঙে যায় মানুষের সোরগোল শুনে। জানালা খুলে দেখি আমাদের নিকটবর্তী একটি ফুড বেকারিতে আগুন লেগেছে। সবাই প্রাণপণে ছুটছে আগুন নেভানোর কাজে। লক্ষ্য করলাম, হুট করে মাথার উপর ফ্যানটাও বন্ধ হয়ে গেল। তখন হয়ত তড়িৎ প্রকৌশলটা মাথায় আসেনি কিন্তু গ্র‍্যাজুয়েশন টাইমে ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়েছিল। এবার আসা যাক কারিগরি এক্সপ্লেনেশনে।

মনে করুন, একটি পোলের দুটো লাইভ লাইন একে অপরের সংস্পর্শে চলে আসল। তাহলে কি ঘটবে? কি ঘটবে সেটার উত্তর বলার আগেই ঘটে যাবে ফ্ল্যাশ ওভার বা শর্ট সার্কিট দূর্ঘটনা। একটু স্মার্টনেসের সহিত টেকনিক্যালি যাকে আমরা বলি "লাইন টু লাইন ফল্ট"

দুটো লাইভ লাইনের সংস্পর্শ ছাড়াও কিন্তু এই ফল্ট হতে পারে। লাগল ত ঝটকা! কিভাবে সেটা? যাকে অনুভব করা যায় কিন্তু দেখা যায়না এমন কেউ এই কান্ডটি ঘটিয়ে থাকে। যাক আসল রহস্য বলেই ফেলি নাহলে এটি কোন থ্রিলিং মুভির স্ক্রিপ্ট হয়ে যাবে।

আমি হাওয়া বা বাতাসের কথা বলছি। আমরা জানি, বায়ু ইন্সুলেটর হলেও নির্দিষ্ট তাপমাত্রায় এটি কন্ডাক্টরের মত আচরণ করে। অর্থাৎ আগুন থেকে উপযুক্ত তাপমাত্রা পেলে দুটো লাইভ লাইনের মধ্যে হাওয়া থাকা আর একটি পরিবাহী তার থাকা একই কথা। কারণ এখানে বায়ু এখন ইন্সুলেটর নয় একটি দুটো লাইভ লাইনের মধ্যে কন্ডাক্টিভ চ্যানেল।

তাই ঘটে যায় লাইন টু লাইন ফল্ট। আর সিগন্যাল যায় ডিস্ট্যান্স প্রটেকশন রিলে বাবুর কাছে এবং সেই অনুয়ায়ী ACR (Automatic Circuit Recloser) ও সজাগ হয়ে খুব দ্রুত পাওয়ার শাট ডাউনের ডিউটি পালন করে।

কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয় নিয়ে খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ

Post a Comment

 
Top