ফ্রেশ ভাইদের মনের জিজ্ঞাসাঃ
পি এল সি, ভি এফ ডি, মোটর কন্ট্রোলিং এ এক্সপার্ট হতে চাই, কিভাবে সম্ভব?
তার আগে ছোট ভাইদের একটি ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের কাজ হয় সেটা নিয়ে একটু সম্যক ধারণা দিতে চাই।
ধরেন, আপনি একটি চকলেট ফ্যাক্টরিতে চাকরি পেলেন যেখানে মিল্ক ক্যান্ডি পয়দা হয়। আপনি একটি প্রোগ্রাম তৈরি করবেন যেখানে ১০০ টা মিল্ক ক্যান্ডি প্রোডাকশন হবার পর মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আরেকটা প্রোগ্রাম ও হতে পারে। যদি হুট করে পাওয়ার কাট হয়ে গিয়ে যদি আবার পাওয়ার আসে তাহলে ক্যান্ডি কাউন্ট যেখানে অফ হয়েছে সেখান থেকে শুরু হবে।
এটা যথেষ্ট প্রফেশনাল লেভেলের লজিক প্রোগ্রাম। কিন্তু শুরুটা করতে হবে আপনার সিড়ি থেকে। কি বলেন ভাই? মানে কি?
হ্যা, ধরেন আপনার সিড়ির উপরে এবং নিচে দুইটি সুইচ আছে। কিন্তু বাতি একটাই। এখন এই দুই সুইচ দিয়ে আপনি একটি বাতিকে কন্ট্রোল করার প্রোগ্রাম জানাটা জরুরি। এই প্রোগ্রামটা করতে পারলে এবং ল্যাডারের প্রতিটি রাং বুঝতে পারলেই ধরে নিবেন এইতো হাটি হাটি পা পা করে আপনি এগোচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল হাই লেভেল সিস্টেমে।
আমার পি এল সি নিয়ে ইবুকটিতে একদম ব্যাসিক মানে আপনার সিড়ি থেকে শুরু করে পৌছে দিব একদম ইন্ডাস্ট্রির দরজায় ইনশাআল্লাহ। অনেক পি এল সি বই এ শুধুমাত্র ল্যাডার একেই শেষ। কিন্তু আমার ই-বুক এ প্রতিটি সিম্বলের বিস্তারিত ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ।
শুধু অটোমেশন পড়লেই হবে? পাওয়ার সিস্টেম, সাবস্টেশন এবং সুইচগিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন এগুলোও জরুরি।
তাই আমার লিখা ৬টি ইবুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
গল্পের ছলে প্রকৌশলকে জানতে এবং ভাইবা বোর্ডে দুর্দান্ত পারফরম্যান্স করতে আর দেরি কেন? সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে লুফে নিন ৬টি ইবুক। আগ্রহী হলে ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
Post a Comment