আমি পাওয়ার সিস্টেম, সাবস্টেশন, অটোমেশন নিয়ে আমি কিছুই জানিনা, একদম শূণ্য।
কিন্তু জিরো টু হিরো কিভাবে হওয়া যায়?
অনেকেই বলবে অমুক বই ফলো করেন, অমুক জায়গায় কোর্স করেন। কিন্তু বাস্তবতা হল নিজের আগ্রহ আর ব্যাসিকের ভিত্তি মজবুত না হলে কখনোই শেখা সম্ভব নয়। এজন্য আমি প্রাধান্য দিই কিভাবে আমার লিখায় পাঠকদের মন বসবে?
বই একটি উত্তম ঘুমের ওষুধ তখনই যখন তা খুব গতানুগতিক ভাষায় রচিত হয়। কেমন হয় যদি আগে গল্প করে পরে শেখানো হয়?
কথা না বাড়িয়ে আপনাদের যাস্ট একটা ডেমো দেখাব। যদি ঘুম আসে তাহলে ঘুম চলে যাবে আশা করি।
আমাদের দেশে একটা প্রবণতা আছে কিছু জেনে না বুঝেই বিদ্যুৎ গেলেই গালি দিয়ে বিদ্যুৎ কোম্পানির চোদ্দগুষ্টি উদ্ধার করি। কারিগরি বাস্তবতা কি বলে?
ধরুন, আপনি আপনার জন্মদিন খুব জাকজমকভাবে পালন করবেন। আপনার পরিচিতদের মধ্য থেকে ৫০ জন মানুষকে দাওয়াত করলেন। ঐতিহ্যবাহী সুলতান ডাইন থেকে ৫০ প্যাকেট কাচ্চি বিরিয়ানি পার্সেল করে আনলেন। কিন্তু পরে দেখা গেল যে ৫০ জনকে দাওয়াত করলেন তাদের প্রত্যেক ই সাথে করে একজন অতিথিকে নিয়ে আসলেন। তাহলে অতিথির সংখ্যা দাড়াল ১০০ জন। কিন্তু আপনার কাছে আছে ৫০ প্যাকেট বিরিয়ানি। তাই আপনি একটা প্যাকেটকে ১ঃ২ করে ভাগ করে সবার মাঝে পরিবেশন করলেন। এখানে চাহিদা ছিল ১০০ প্যাকেট কাচ্চি বিরানির কিন্তু আপনার কাছে ছিল ৫০ প্যাকেট। কিন্তু আপনি কাউকে অভুক্ত রাখেননি।
৫০ প্যাকেট ই সবার মাঝে ভাগ করে দিয়েছেন। কিন্তু ঘাটতি এক জায়গায় রয়ে গেল সেটা হল তৃপ্তি নিয়ে সবাই খেতে পারল না। লোডশেডিং এর দৃশ্যপট টাও ঠিক এরকমই। দেশের ২৪ ঘন্টায় বিদ্যুৎ এর চাহিদা আর উৎপাদন একই নাও হতে পারে। যখন বিদ্যুৎ চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বাড়তি চাপ হ্রাসের জন্য মাঝে মধ্যে এক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অন্য এলাকায় বিতরণ করে। আর এই প্রক্রিয়াকে বলে লোডশেডিং।
তবে কারিগরি ত্রুটি, বজ্রপাত, পাওয়ার লাইনে গাছপালার পতন ঘটলেও পাওয়ার ট্রিপ করতে পারে। এটা লোডশেডিং নয়।
আমি নিশ্চিত আপনি লিখার মধ্যে এতটাই নিমগ্ন ছিলেন যে প্রতিটি লাইনই মনোযোগ দিয়ে পড়েছেন, তাইনা? ইশ! ডিপ্লোমা বি এস সি তেও যদি এরকম লেখা বই পেতাম!!!
সময় এখনো আছে আর সুযোগও। নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি আওড়ানো লাগে!
এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।
আমার লিখা ই-বুকগুলোঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
পুরো প্যাকেজ লোভনীয় ডিসকাউন্টে পেতে (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646। আপনি চাইলে যেকোন একটি ই-বুক ও নিতে পারবেন।
Post a Comment