GuidePedia

0
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে পোস্টিং হওয়ার পর থেকেই রাতুল অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সাবস্টেশন কমিশনিং নিয়ে কাজ করবে। তার ইচ্ছাশক্তির এতটাই জোর যে, তার জয়েনের দিনই ছিল এনুয়াল কমিশনিং। নবীন ইঞ্জিনিয়ার হিসাবে তার এখনো অনেক কিছুই শেখার বাকি।
সে VCB/Vaccum Circuit Breaker এর নাম শুনেছে কিন্তু সচক্ষে কখনো দেখেনি। SBA যখন কমিশনিং এর জন্য VCB টার্ন অফ করছিল তখন সে ভিসিবি বাস্তবে চোখে দেখল। Electrical ডিভাইস নিয়ে পুস্তকে পড়ার পর নিজ চোখে দেখার আনন্দটাই অন্য রকম।

এবার ভি সি বি নিয়ে কিছু কথা না বললেই নয়ঃ

যে সার্কিটের ব্রেকার ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে সৃষ্ট আর্ক অবদমন করতে সক্ষম তাকে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বলে।

★সাধারণত 33/11 kV ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জন্য এই ব্রেকারটি ব্যবহার করা হয়।

★তবে এই ব্রেকারের ভোল্টেজ রেটিং 3 থেকে 38 kV পর্যন্ত হয়ে থাকে।

★ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে এক ধরনের চেম্বার থাকে যা ভ্যাকুয়াম ইন্টারাপ্টার চেম্বার নামে পরিচিত। 

কিন্তু ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এই ধরনের ব্রেকার সিলেকশন করে কিভাবে সেটা জানা আরো জরুরি।

ইন্ডাস্ট্রিয়াল মোটর রিউইন্ডিং নিয়ে আরো বিস্তারিত, তার বডিগার্ড MPCB, বাসবার সাইজ সিলেকশন, HT(11,33kV) লাইনের ক্যাবল সাইজ সিলেকশন, HT side ব্রেকার নির্বাচন, পিএফআই স্টেজ ক্যালকুলেশন,  এক্সাইটেশন সিস্টেম তাও গল্পে গল্পে, মোটর নেইমপ্লেইট এর আদ্যপন্ত বিশ্লেষণ ----অন্যরকম মজাদার সব আর্টিকেল থাকছে আপনাদের জন্য আমার Ebook-3 ( ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা) বইতে।

শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''


Post a Comment

 
Top