GuidePedia

0
ম্যাগ্মেটিক কন্টাক্টরের গঠন ?
এর গঠন প্রনালি অনেক সহজ। ম্যাগ্ণেটিক কক্টান্টর নিম্মালিখিত বিষয় নিয়ে গঠিত।
* মেইন কন্টাক্টঃ এটি মূলত পাওয়ার কে সুইচিং এর মাধ্যমে লোড অফ অন এর কাজ করে থাকে। এর ৩
টি ইনপুট এবং ৩ টি আউটপুট টার্মিনাল থাকে। ইনপুট টার্মিনাল গুলোকে  L1, L2, এবং L3 ও আউটপুট টার্মিনাল গুলোকে T1, T2, T3. দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।

* অক্সিলারি কন্টাক্ট এই কন্টাক্ট টি সাধারণত কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি লোড কে অটোমেশন মুড বা প্রটেকশন এর সার্কিট তৈরি করা হয়। এতে দুই ধরনের টার্মিনাল থাকে। ১) নরমালি ওপেন (NO)
২) নরমালি ক্লোজ (NC)

* পাওয়ার সাপ্লাই কয়েলঃ এই কয়েল ইলেক্টোম্যাপ্ণেটিক সৃষ্টি করে থাকে। এতে পাওয়ার সাপ্লাই দিলে এটিএনার্জাইজড হয়ে চুস্বকে পরিণত হয় ও মেইন কন্টাক্ট গুলোকে নরমালি ওপেন থেকে নরমালি ক্লোজ কন্ডিশনে আনে। কয়েলের টার্মিনাল দুটোকে A1 এবং A2 দ্বারা চিহিত করা হয়ে থাকে। এটা সলেনয়েড কে এনাজির্ড,করে থাকে। এটি বিভিন্ন পাওয়ার সাপ্লাই রেঞ্জের হয়ে থাকে (২৪VDC, ২৪VAC, 110VAC, 240VAC,
415VAC).

* অক্সিলারি ব্লকঃ অক্সিলারি কে সংযুক্ত করতে অক্সিলারি ব্রোক থাকে। এই অক্সিলারি ব্যবহার করার মাধ্যমে অতিরিক্ত নরমালি ওপেন ও নরমালি ক্লোজ টার্মিনাল তৈরি করে নেওয়া যায়।

Post a Comment

 
Top