"নবাবের বেটি ফ্যান আস্তে চালাতে পারিস না, বিল কি তোর জামাই দিবে?"
বড় আপু সব সময় ফুল স্পীডে ফ্যান চালিয়ে রাখে। তাই আম্মু রেগে গিয়ে একদিন কথাটি বলেই ফেলল। আপু ত রেগে গিয়ে ফ্যান আর কোনদিন চালাবেনা বলেই ঠিক করল। ইঞ্জিনিয়ার ভাই হিসেবে আমি এর সমাধান করে দিলাম। চলুন দেখা যাক কিভাবে?
💥বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ একই হয় নাকি কম হয়?
একটি দৃশ্যপট কল্পনা করুন। মনে করুন আপনি রাস্তায় দৌড়াবেন । এখন দৌড়াতে গেলে আপনার এনার্জি প্রয়োজন হবে। তাই আপনি এনার্জি ডিংক খেয়ে নিলেন। এনার্জি ড্রিংক খেয়ে আপনি সহ জোরে দৌড়াতে লাগলেন। এখানে বলে রাখি রাস্তাটা কিন্তু মসৃণ নয়। এক্ষেত্রে আপনার গতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে রাস্তার প্রকৃতি। বৈদ্যুতিক ফ্যান বিদ্যুৎ ও রেগুলেটরের সম্পর্কটাও এরকমই।
আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকিঃ
(ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর
(খ) ইলেকট্রনিক রেগুলেটর।
ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়।
এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে।
এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয়।
কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?
চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ
Post a Comment