এ বি সি লাইসেন্স ভাইবায় এক প্রার্থীকে সাবস্টেশনে ডিসি ভোল্ট কেন ব্যবহার করে আস্ক করতেই সে চমকে গেল। কারণ সাবস্টেশন মানেই ত এসির খেলা। আসলে মূল উত্তরটা কি?
সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন দরকার হয়?
সাবস্টেশনে ডিসি সাপ্লাইয়ের জন্য সাধারণত ব্যাটারি ব্যাংক ব্যবহার করা হয়। এখন হয়ত আপনারা অধীর আগ্রহে বসে আছেন কেনই বা এই ডিসি ব্যবহার করা হচ্ছে? এসি কেন নয়? এখন সে কারণই মূলত ব্যাখ্যা করতে যাচ্ছি।
💥সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ডিসি সাপ্লাই ব্যবহার করার প্রধান কারণ হল কন্ট্রোল সার্কিটে একটানা পাওয়ার সাপ্লাই দেওয়া। ডিসি বিদ্যুৎ সরবরাহের একটি নির্ভরযোগ্য উৎস কারণ এটি ব্যাটারি থেকে পাওয়া যায়। শুধুমাত্র একটি ব্যাটারি সম্পূর্ণরূপে ডিসচার্জ না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার ক্ষমতা রয়েছে। তাই এটি ব্যাকআপ পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
একটি সাবস্টেশনে সুইচগিয়ার সিস্টেমের জন্য কন্ট্রোল সার্কিটে অনেকগুলো সার্কিট ব্রেকার, আইসোলেটর, রিলে থাকে যা ON অবস্থায় থাকে।
💥একটি সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ডিসি সাপ্লাই সার্কিট ব্রেকার ওপেন এবং ক্লোজ করার জন্য, প্রটেক্টিভ রিলে চালানোর জন্য, আইসোলেটর, ইন্ডিকেটর লাইট, অ্যালার্ম সার্কিট, PLCC (পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন) প্যানেল, কন্ট্রোল রুমে ইমার্জেন্সি লাইট ইত্যাদি চালানোর জন্য DC volt ব্যবহৃত হয়।
এরকম গোছালোভাবে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন। PGCB, PDB, REB, DPDC ভাইবায় আপনাদের ঠেকায় কে?
Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
Ebook5: চায়ের আড্ডায় পি এল সি
Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
ই-বুকগুলো হাদিয়ার বিনিময়ে পেতে ইনবক্সে যোগাযোগ করুন বা What's app 01741994646
Post a Comment