GuidePedia

0
একটি সাবস্টেশনের A to Z ডিজাইন করতে আসলে কি কি জানা দরকার?

ব্যাপারটা যতটা আমরা চ্যালেঞ্জিং ভাবি অতটাও নয়। অন্তত মঙ্গলগ্রহ জয় করার চেয়েও অনেক সহজ। আপনার মালিক আপনাকে প্রবল বিশ্বাস করে আপনার হাতে তুলে দিল সাবস্টেশন ডিজাইনের দায়িত্ব। উনি শুধু অর্থায়ন করবেন। এখন, আপনার সবচেয়ে বড় সফলতা হবে বিশ্বাসের মর্যাদা রেখে প্রজেক্টটি বাস্তবায়ন।

আমাদের দেশে হয়কি ভিনদেশী কোম্পানিদের বা দেশীয় মানসম্মত কোম্পানিকে এই কাজটির টেন্ডার দেয়া হয়। থার্ড পার্টি এসে কাজ করে চলে যায় আর নিয়ে যায় মোটা অংকের ডলার। অথচ ইউরোপ, আমেরিকায় এই কাজগুলো নিজস্ব ইঞ্জিনিয়ারদের দিয়েই করানো হয়।

একটা তালিকা প্রস্তুত করে ফেলা যাকঃ

প্রথমেই আপনাকে জানতে হবে সাবস্টেশনে কি কি দরকার?

💥প্রথমত ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমারের মধ্যেও ধরন আছে। যদি 11/132 kV সাবস্টেশন হয় তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, যদি 33/11 kV সাবস্টেশন হয় তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। 

💥এরপর ভোল্টেজ বাড়ালে কমালেই শেষ নয়, হাই ভোল্ট মেজারের জন্য লাগবে পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট মেজারের জন্য লাগবে কারেন্ট ট্রান্সফরমার। 

আর রক্ষাকবচ ব্রেকার, আইসোলেটর, রিলে এগুলো ত আছেই।

সাবস্টেশনের ক্যাবল, বাসবার নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য পায় লোড।

আমরা একটি লোড ধরে নিলাম = 624.368 KW = 624.368/0.8 = 780.46 KVA সাব-স্টেশন ক্যালকুলেশন করতে ৪ টি ধাপ অনুসরন করতে হবে।

1.Transformer Selection
2. LT Switchgear Selection
3. HT Switchgear Selection
4. PFI Panel Selection

💥Transformer Selection এখানে আমাদের যত KVA লোড তার কাছাকাছি 3 Phase Transformer Selection করতে হবে।

এখানে আমাদের লোড = 780.46 KVA বাজারে সাধারনত নিম্ন মানের KVA Transformer পাওয়া যায়। 

100 kVA, 200 KVA, 250 KVA, 315 KVA,400 KVA, 500 KVA, 630 KVA,750 KVA,800 KVA,1000 KVA, 1250 KVA.

সুতরাং আমাদের 800 KVA Transformer লাগবে।

💥LT Switchgear Selection:

Transformer Capacity কে 1.6 (approx.) গুন দ্বারা করলে LT Switchgear এর capacity পাওয়া যায়।

সুতরাং 800 KVA Transformer এর জন্য LT Switchgear লাগবে = 800 x 1.6=1280 A

তাহলে 1250 A  MCCB or ACB নিতে হবে। 

💥HT Switchgear Selection :

HT Switchgear Capacity Selection বলতে এখানে মুলত Breaker Selection কে বুঝায় । Transformer 500 KVA এর নিচে হলে LBS আর Transformer 500 KVA বা তার বেশি হলে (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।
সুতরাং এখানে 800 KVA Transformer এর জন্য (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।

💥PFI Panel Selection :

Load Capacity কে 0.6(sine thita) দ্বারা গুন করলে PFI Panel এর capacity পাওয়া যায়। যদি আমার লোড ক্যাপাসিটি 600 kW হয় তাহলে এর জন্য PFI Panel হবে = 600 x 0.6= 360 kVAR

এখন অনেকেই বলবেন, 0.6 কিভাবে এল? আমরা জানি, পি এফ আই প্যানেলের ক্যাপাসিটি টোটাল লোডের 60% বা 0.6

আমরা ক্যালকুলেশনে যত এক্সপার্ট হব, কর্মক্ষেত্রেও সবার কাছে তত স্মার্ট হিসেবে পরিচিতি লাভ করব। এর পাশাপাশি আমাদের পাওয়ার সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্যানেল ডিজাইন, অটোমেশন, ট্রান্সফরমার নিয়ে জানাটাও জরুরি।

তাই সবকিছুর যৌথ আস্বাদ পেতে আমার লিখা ইবুকগুলোর তালিকাঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

কিছু সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

Post a Comment

 
Top