এমন একটি সার্কিট ব্রেকারের নাম বলুন, যা কার্শফের কারেন্ট নীতির ভিত্তিতে কাজ করে?
উত্তরঃ RCCB (Residual Current Circuit Breaker)
আমাদের কৌতূহলী মন আরো জানতে চায় যে, কিভাবে এই নীতিতে ব্রেকারটি কাজ করবে?
RCCB এর পূর্ণরুপ হল Residual Current Circuit Breaker. এবার এই শব্দগুলোর একটু তজ্জমা করা যাক। Residual শব্দটি এসেছে "Residue" থেকে যার অর্থ হল অবশিষ্টাংশ। অর্থাৎ, কারেন্টের অবশিষ্ট কোন অংশ থাকলেই এই ব্রেকারটি ট্রিপ করবে।
ব্যাপারটা আরো ক্লিয়ার করা যাক। বি এস সি বা ডিপ্লোমা কোর্সে বিসমিল্লাহ বলেই আমাদের কার্শফের কারেন্টের সূত্র পড়ানো হয়। সেখানে কি আছে?
" পরিবাহীতে যে কারেন্ট ঢুকিবে তাহাই বাহির হইবে" অর্থাৎ, Incoming current = outgoing current
তার মানে ফেজে যে কারেন্ট পাওয়া যায় সেই পরিমাণ কারেন্টই নিউট্রাল দিয়ে ফিরে যায় হয়তো দিকটা বিপরীত। বিশ্বাস না হলে ফেজ নিউট্রালকে একসাথে ক্লিপ অন মিটারের মধ্যে ঢুকিয়ে দেখতে পারেন। দেখবেন রিডিং শূণ্য।
কারণ, যদি ফেজ দিয়ে 3A কারেন্ট যায় তাহলে নিউট্রাল দিয়ে যাবে -3A। তাহলে যোগফল 3-3 = 0 amps.
বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত এই কার্শফ নীতি মেনে চলে RCCB ব্রেকার ততক্ষণ পর্যন্ত ট্রিপ করেনা। কিন্তু ফল্ট হলে কিন্তু আর এই নীতি খাটে না। তখন ফেজ ও নিউট্রাল কারেন্ট সমান হয়না। তাই অবশিষ্ট কিছু কারেন্ট থেকেই যায় যাকে বলে লিকেজ কারেন্ট। আর তখনই RCCB এর ভেতরে থাকা রিলে জোর গলায় বলে "বাবা, এবার ট্রিপ করে দাও, গতিক সুবিধার নয়"
কেমন হয় যদি কারিগরি জটিল বিষয়গুলো এরকম সহজ সাবলীল কিংবা গল্পের ছলে পড়া যায়? বোরিং একঘেয়েমি ত ছুটি নিবেই, সাথে পড়া মনেও থাকবে।
BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ
📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি
📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646
এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন ট্রিকি প্রশ্নের উত্তর দিতে কনফিডেন্স ও মনে রাখার কৌশল বাতলে দিবে।
Post a Comment