GuidePedia

0
"স্যার, পাওয়ার ফ্যাক্টর কমে গেছে বলে কোম্পানির বিদ্যুৎ বিল বেশি গুণতে হচ্ছে।"- কারণটা কি?
অনেকবার সম্মুখীন হয়েছি এই প্রশ্নের। আসলে পাওয়ার ফ্যাক্টরের সাথে বাড়তি বিদ্যুৎ বিলের সম্পর্কটা ঠিক কোথায়?

ভোল্টেজ ও কারেন্ট দম্পতির সবচেয়ে বড় শত্রু কে জানেন?! তাদের সবচেয়ে বড় শত্রু হল ইন্ডাক্টিভ লোড। কিভাবে ভাই? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। তাই এক্ষেত্রেও প্রমাণ দরকার।

ইন্ডাক্টিভ লোড ব্যবহার করা মানেই ভোল্টেজ ও কারেন্ট দম্পতির মধ্যে বিরহ তৈরি কথা। সাহিত্যিকতার বাইরে গিয়ে যদি কারিগরি ভাষায় বলি তাহলে, " ফেজ ডিফারেন্স বাড়িয়ে দেয়া"। আর ভোল্টেজ ও কারেন্টের ফেজ ডিফারেন্স বেড়ে যাওয়া মানেই পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া।

কারণ PF = cos@

আর @ (V & I এর মধ্যবর্তী কোণ) এর মান যত বাড়বে কোসাইন মান তথা পাওয়ার ফ্যাক্টরের মান তত কমে যাবে। বিলিফ না হলে ক্যালকুলেটর মেরে দেখেন। 

বুঝলাম কমবে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে কেন? একটু গাণিতিকভাবে বুঝিয়ে বলিঃ

P = VICos@

P = VI x Power factor

I = P/(VxPower Factor)

এখন, ফিক্সড রিয়েল পাওয়ার ও ফিক্সড ভোল্ট রেটিং এর জন্য পাওয়ার ফ্যাক্টর কমে গেলে কারেন্ট ফ্লো (I) তত বাড়বে। কিন্তু বাড়লে কি হবে?

বাড়লে লাইন লস/ কপার লস = I^2*R তত বাড়বে।

আর বাড়তি পাওয়ার লসের জন্য অযাচিত বৈদ্যুতিক বিল ত কোম্পানি তার নিজ পকেট থেকে দিবেনা, আপনার থেকে উসুল করে ছাড়বেই। তাই বুঝতেই পারছেন পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়াটা কতটা আর্থিক ক্ষতি। তাইতো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি রাখতে অনেক টাকা খরচ করে ইন্ডাস্ট্রি পি এফ আই (PFI) প্যানেল বসায়।

কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা 6টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি 

হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ

Post a Comment

 
Top