GuidePedia

0
ব্লগঃ৬


কারঃ Zenvo ST-1

বাংলা উচ্চারনঃ জেনভো এসটি -1

কোম্পানিঃ Zenvo

অরিজিনঃ ডেনমার্ক।

প্রতি ইউনিট প্রাইসঃ ১.১ মিলিয়ন পাউন্ড।


আজকে যে কারটি নিয়ে লিখতে যাচ্ছি, সেটি হলো ড্যানিশ কার নির্মাতা প্রতিষ্ঠান Zenvo এর তৈরি, একটি কার Zenvo ST-1, যার প্রতি ইউনিট প্রাইস ১.১ মিলিয়ন পাউন্ড এর মত। Zenvo তাদের এই কারটিতে ১২০০ হর্স-পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করেছে যা কিনা ৫.৮ লিটার টুইন সুপারচার্জ ভি-৮, ১১৮০ হর্স-পাওয়ারের এবং এটি ১১০০ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে সক্ষম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটি Zenvo এর সর্বপ্রথম ডেভেলপ করা কোনো ইঞ্জিন যেটির কন্ট্রোলিং সিস্টেম এবং গিয়ার বক্স, Zenvo নিজেই ডেভেলপ করেছে।


এর ৫.৮ লিটার টুইন সুপারচার্জ ভি-৮, ১১৮০ হর্স-পাওয়ারের ইঞ্জিনটি এটিকে ৩৭৫ কিলোমিটার অথবা ২৩৩ মাইল প্রতি ঘন্টায় গতিবেগ এনে দিতে সক্ষম। ঘন্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে এটি ২.৮ সেকেন্ড সময় নিয়ে থাকে। এর ফ্রন্ট ভিউতে যদি খেয়াল করি, তাহলে এর ফ্রন্ট গ্রিলগুলোতে হেক্সাগোনাল শেইপের ডিজাইন দেখা যায়। এর সমগ্র বডি প্যানেল কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এর ফ্রন্ট সাইডে স্প্লিটারগুলোতেও কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। এতে ডিস্ক ব্রেক হিসেবে সিরামিক ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়েছে।


এর ব্যাক পার্টের বডি প্যানেলে জারনোমাস ফিক্সড উইং ব্যবহার করা হয়েছে। যেটি কিনা এয়ার ব্রেকিং মেকানিজমে কারটির টোটাল ব্রেকিং সিস্টেমে হেল্প করে। আর অল্প সময়তেই কারটির গতি কমিয়ে দেয়। এটির এয়ার ব্রেকিং মেকানিজমে জারনোমাস ফিক্সড উইং ডাক্টাইল ইফেক্টের মাধ্যমে, ডাউন গ্রিট তৈরি করে। এর হুইলে ৩৪৫ সেকশনের ফ্লেঙ্কড টায়ার ইউজ করা হয়, যেটি কিনা কারটিকে রাস্তায় ভাল গ্রিপ প্রদানে সক্ষম।


এই ছিল Zenvo ST-1 এর ছোট একটি কার রিভিউ।



Copyright:  
Car Masonry বাংলাদেশের একটি কার ব্লগিং এর অন্যতম অনলাইন পেইজ। এই পেইজের লিখার উপর ভিত্তি করে আপনারা পেইজ টিকে রেটিং, রিয়েক্ট, শেয়ার দিয়ে পেইজের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো

Post a Comment

 
Top