GuidePedia

0
প্রসঙ্গ : এলকোহল (ইথানল) এবং আমরা


যা বুঝলাম জাতি এখন "এলকোহল" নিয়ে মাতামাতি করছে। ৭০% ইথানল অবশ্যই ভাইরাসকে disinfect করতে সক্ষম, but only as disinfectant, যেটা শুধু মাত্র যেকোনো surface এ কিংবা topical use করা যাবে, খেয়ে কিংবা ভাপ নিয়ে নয়!


কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক Dr. Md. Alimul Islam স্যার যিনি এই থিওরি দিয়েছেন, আমি তাকে অসম্মান করে কিছু বলছিনা, কিন্তু এই ধরনের তথ্য মিডিয়াতে প্রকাশ করা মাত্র কি হল ব্যাপারটা জানেন? পোলাপান ইথানল খাওয়ার কথা ভেবে বসে আছে, ইরানে ৬০০ ব্যক্তির মৃত্যু হয়েছে, কারণ তারা ভেবেছে ইথানল খেয়ে তারা করোনামুক্ত হবে! and this is definitely not a joke!


সহজ ভাষাতে ইথানল বাষ্প গ্রহণের risk factor গুলো বলার চেষ্টা করি :

১. Overdose : এক্ষেত্রে গ্লাসে করে পরিমান মেপে ইথানল খাওয়া হচ্ছেনা, কাজেই বাষ্প গ্রহণ করলে overdose হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা তখন আমাদের stomach আর liver কে bypass করে সরাসরি ব্লাডে চলে যাবে। exact কতটুকু inhale করা হল জানা সম্ভব না (স্যার ফর্মুলা দিয়েছেন 20 cc 70% EtOH + 30 cc water at 50-60 degree C) কতটুকু inhale করলাম পরিমান জানা সম্ভব না। আর হুজুগে বাঙ্গালী ইচ্ছেমতো inhale করে নিজেকে overdose করে ফেলবে। এরপর ঘ্যাঁচাং!

২. Alcohol Poisoning : বাংলা ভাষায় আপনি EtOH inhale করে HIGH হয়ে গেলেন, বেশিই inhale করে ফেল্লেন, এখন খেলে তো বমি করে বের করে দেয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু vapor তো আপনার ফুসফুস হয়ে সরাসরি আপনার blood এ চলে গিয়েছে, এখন আপনি কিভাবে এটা বের করবেন শরীর থেকে? Inhaled alcohol cannot be purged from the body by vomiting which is the treatment for alcohol poisoning.

৩. Infection : নর্মাল কথা, আমরা যে হেক্সিসল হাতে দিই, হাত dry হয়ে যায় না? একই ভাবে EtOH inhale করলে আমাদের নাসারন্ধ্র এক্কেবারে শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে এবং যতটুকু আর্দ্রতা আমাদেরকে জীবাণু থেকে প্রটেকশন দেয়ার জন্য প্রয়োজন, সেটাও আমরা হারাব আর নানান প্রকার respiratory infection এ আক্রান্ত হব! COVID তো বাদই দিলাম!

৪. Addiction : এর কথা আর নাই বলি!

৫. Lung Injury : যে তাপমাত্রার vapor নিতে বলা হচ্ছে, ফুসফুসের প্রতিটি কোষ ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমাদের respiratory tract এ জ্বালাপোড়া তো করাবেই, সাথে long term breathing problem তৈরি করবে।

৬. Cancer : স্যারের কথা অনুযায়ী উনার ফর্মুলা অনুযায়ী দিমে ৩-৪ বার গড়্গড়া বা কুলি করতে হবে। এর দীর্ঘমেয়াদী ব্যবহার oral cancer এ রূপ নিতে পারে, কারণ ইথানল carcinogenic, পৃথিবীর ৩.৫% মানুষের মৃত্যুর জন্য alcohol consumption দায়ী।

আমার কথা : IEDCR এর একটা কনফারেন্স হয়েছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। সেখানে একজন বলেছিলেন যে COVID 19 70 degree C এ মারা যায়। এই কথা যদি আমি সত্যি বলে ধরেও নিই, তাহলে আমাকে ইথানল বাষ্প নিতে হবে কেন? আমি এই তাপমাত্রার পানির বাষ্প নিলে কাজ হচ্ছেনা? খামাখা আমাদের Alvioli পর্যন্ত ইথানল যেতে দেয়ার কি দরকার সেক্ষেত্রে? এম্নিতেই সবার এক পা কবরে এখন।

জাপানের একজন পদার্থবিজ্ঞানী সম্প্রতি এক‌টি পেপার পাবলিশ করেছেন যেখানে COVID মুক্ত হতে একই পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই যে এটা আদৌ কাজ করবে কিনা! মোটের উপর এক কথা, DON'T TRY THIS AT HOME, এটা কোন স্বীকৃত নিয়ম নয়!



(আমি হালাল হারাম নিয়ে কিছু বলি নাই, সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি)

©Tasmi Akter Mouw- ফার্মাসিস্ট

For more information :
https://www.dailymail.co.uk

Post a Comment

 
Top