GuidePedia

0
ব্লগঃ ২


কারঃ Lamborghini Aventador SVJ

প্রস্তুতকারকঃ Lamborghini Automobiles.

দামঃ ৫২০,০০০ ডলার।

Lamborghini Aventador SVJ, স্পোর্টস-কার নির্মাতা কোম্পানি Lamborghini এর ফ্লেগশিপ মডেলের টপ ভার্শনের একটি কার। যেটির রয়েছে ৭৬০ হর্স-পাওয়ার, ভি-১২ ইঞ্জিন। এটি ০ থেকে ৬০ গতি তুলতে মাত্র ২.৭ সেকেন্ড সময় নেয়। এটি Lamborghini এর একটি সীমিত সংস্করণের কার, যা সারা দুনিয়াতে মাত্র ৯০০ টি রয়েছে।


Lamborghini এর Aventador সিরিজের কার গুলোর মার্কেটে আসা শুরু হয় ২০১২ সাল থেকে। যা কিনা তার বর্তমান কালের প্রতিদ্বন্দ্বীদের জন্য Lamborghini Automobiles এর এক বিশাল বড় পদক্ষেপ ছিল।

এবার কথায় আসি, এর Exhaust সিস্টেমের দিকে। তথাকথিত Lamborghini এর কার গুলোতে সাধারনত Exhaust সিস্টেম কারের নিচের দিকে অবস্থান করে। কিন্তু Lamborghini Aventador SVJ মডেলে এই Exhaust সিস্টেম কারের পিছনের দিকের মাঝ বরাবর অবস্থিত। যা Lamborghini Aventador SVJ এর Exhaust সিস্টেমকে আরো বেশি আক্রমণাত্মক করে তুলেছে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে।


এবার খেয়াল করা যাক, এর Rear wing এর দিকে। এই Lamborghini Aventador SVJ এর Rear wing, Lamborghini Automobiles এর অন্যান্য কার গুলো থেকে সম্পূর্ণ রুপেই আলাদা। কারন এটির Rear wing এ সর্ব প্রথম কার্বন-ফাইবার ব্যবহার করা হয়। যাতে তিনটি এরডায়নামিক মাউন্টেইন স্টেন্ড রয়েছে, যা কিনা এটির Active Aerodynamic System কেই নির্দেশ করে।

Lamborghini Aventador SVJ কে চালাতে একটি নতুন সংস্করণের ৬.৫ লিটার ভি-১২ ইঞ্জিন ব্যবহার করা হয়। যা কিনা ৭৫৯ ব্রেক হর্ষ-পাওয়ার এবং ৭২০ নিউটন-মিটারের টর্ক তৈরি করতে পারে। যার ফলস্বরূপ এটি ২১৭ মাইল প্রতি ঘন্টার গতি তুলতে সমর্থ হয়। এর ব্রেকিং সিস্টেম কার্বন সিরামিক ডিস্ক দিয়ে তৈরি যা কিনা ৩৮০-৪০০ মিলিমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে।

এই Lamborghini Aventador SVJ এর ALA বা Advanced Aerodynamic System, Lamborghini Aventador SVJ এর Down-force, ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এর সামনের দিকে ২ টি ফ্লেপ প্লেট রয়েছে যা দ্রুত গতিতে চলার সময় বাতাসের বাধা কমিয়ে দিতে সাহায্য করে।


Lamborghini Aventador SVJ পিছনের হুইল-সাইডে রয়েছে এর ষড়ভুজ আকৃতির Air- Intake System, যার মধ্যে দিয়ে বাতাস ঢুকে ইঞ্জিনকে ঠাণ্ডা রাখে। এর ষড়ভুজ আকৃতির ফুয়েল-টেঙ্ক ফ্লেপ শুধু মাত্র আঙ্গুলের একটি চাপের মাধ্যমেই খুলে যায়। এই Lamborghini Aventador SVJ এর ৮৫ লিটারের ফুয়েল-টেঙ্ক ক্ষমতা রয়েছে।

এই ছিল Lamborghini Aventador SVJ এর ছোট একটি কার রিভিউ।


COPYRIGHT:
Car Masonry বাংলাদেশের একটি কার ব্লগিং এর অন্যতম অনলাইন পেইজ। এই পেইজের লিখার উপর ভিত্তি করে আপনারা পেইজ টিকে রেটিং, রিয়েক্ট, শেয়ার দিয়ে পেইজের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো।

Post a Comment

 
Top