সাইকেল চালানো বা সাতাঁর একবার শিখলে ভুলে যাই না কেনো ?
বার বার পড়লেও অনেক কিছুই ভুলে যাই।বড় হয়ে ভুলে যাই অনেক তথ্য যা একসময় ঠোটঁস্হ ছিল।অনেকদিন পর দেখা হওয়া মানুষের নাম বা ঘটনাও ভুলে যান অনেকে।ছাতা নিয়ে বের হয়ে ভুলে ফেলে আসার ঘটনা জীবনে কম বেশী সবারই হয়েছে অথচ শৈশবে সাইকেল বা সাতার একবার শিখলে ভুলে যাই না কখনও।সাময়িক জড়তা কেটে গেলে পুরানো ছন্দে ফিরতে সময়ও লাগে না বেশী একটা।কখনও কি ভেবে দেখেছেন এরকম টা কেন হয়? আলোচনা করব সাইকেল বা সাতাঁর একবার শিখলে ভুলে যাই না কেন।
আমাদের মস্তিষ্কে মূলত দু ধরনের দীর্ঘমেয়াদি স্মৃতি থাকে।
ডিক্লেয়ারেটিভ মেমোরি(Declarative memory) অর্থাৎ ঘোষনমূলক স্মৃতি আর থাকে প্রসিডিউরাল মেমোরি(Procedural Memory) অর্থাৎ পদ্ধতিগত স্মৃতি।
আমরা যখন কোন তথ্য মনে রাখি যেমন পড়া মুখস্থ করা অথবা কোন নির্দিষ্ট ঘটনা মনে রাখা ইত্যাদি তখন সেটা হবে
ডিক্লেয়ারেটিভ মেমোরি। আবার আমরা যখন কোন দক্ষতা অর্জন করতে যাই যেমন -সাইকেল চালানো,সাঁতার কাটা,টাইপিং করা ইত্যাদি প্রসিডিউরাল মেমোরির পর্যায়ে পড়ে।
গবেষকরা দেখেছেন প্রসিডিউরাল মেমোরি মস্তিষ্কের সেরিবেলাম(cerebellum),পুটামেন(putamen),ক্যাডেট নিউক্লিয়াস(caudate nucleus) এবং মোটর কর্টেক্স(motor cortex) অংশে এনকোডেড এবং সংরক্ষিত হয়।যেমন সাইকেল চালানোর দক্ষতা পুটামেনে সংরক্ষিত হয়,হাত মুখ ধোয়ার মত সহজাত ক্রিয়াগুলি ক্যাডেট নিউক্লিয়াসে সংরক্ষিত থাকে।এবং সেরিবেলাম সময় এবং শারীরিক দক্ষতার সমন্বয়ের সাথে জড়িত।সুতরাং মিডিয়াল টেম্পোরাল লোব(হিপোক্যাম্পাস অন্তর্ভূক্ত কাঠামো) ছাড়াও একজন ব্যাক্তি নতুন প্রসিডিওরাল মেমোরি তৈরী করতে সক্ষম।যেমন -পিয়ানো,গিটার ইত্যাদি বাজানো।তবে এক্ষেত্রে তিনি এই শেখানো ঘটনাগুলো ঘটেছিল বা কিভাবে শিখেছেন তা অনেক ক্ষেত্রেই মনে করতে পারেন না।অর্থাৎ ডিক্লেয়ারেটিভ মেমোরী কার্যপদ্ধতি এবং মস্তিষ্কের স্মৃতি সংশয়ের অংশ প্রসিডিউরাল মেমোরী থেকে সম্পূর্ন আলাদা।তাই বিভিন্ন তথ্য ঘটনা ভুলে গেলেও সাইকেল চালানো বা সাঁতার একবার শিখলে আর ভুলি না।
Post a Comment