GuidePedia

0
পারফিউম ও বডি স্প্রে নিয়ে মজার তথ্য....... 


◆◆ দুনিয়ার অন্যতম সর্বাধিক বিক্রিত ও ব্য্য্যবহুল পারফিউম হলো Chanel No. 5 (৯৮$) বিখ্যাত ও অকাল প্রায়াত হলিউড অভিনেত্রি মারলিন মনরোর যে পারফিউমের কথা উল্লেখ করেছিলেন- যেটা গায়ে দিয়ে তিনি ঘুমুতে যেতেন! সেই বিখ্যাত Chanel কোম্পানির প্রতিষ্ঠাতা Coco Chanel কিন্তু উঠে এসেছিলেন খুব গরীব পরিবার থেকে । তাঁর মা ছিলেন একজন ধোপা! এবং তাঁর মায়ের হাতের সাবানের গন্ধই ছিলো তাঁর শৈশবের অন্যতম একটা অংশ। এই Chanel No. 5 হলো পৃথিবীর প্রথম পারফিউম যা এলডিহাইড নামক জৈব যৌগ দিয়ে তৈরী হয়- এবং প্রথম যে নমুনাটি বাছাই করা হয় ১১টা নমুনা থেকে তার গন্ধ ছিলো- ঠিক ধরেছেন- সাবানের মত!

◆◆ সবচেয়ে দামী পারফিউম ঠিক কতটুকু দামী অনুমান করতে পারেন? Clive Christian কোম্পানির “Imperial Majesty” নামক পারফিউমের ১৬.৯ আউন্সের দাম ২,১৫,০০০ হাজার ডলার বা ১ কোটি ৬৮ লক্ষ টাকা!! অর্থাৎ প্রতি গ্রাম পারফিউমের দাম পড়ছে প্রায় ৩০ হাজার টাকা!! এই পারফিউম পাওয়া যায় Baccarat নামক ক্রিস্টালের বোতলে যার কলারটা ১৮ ক্যারেট সোনার আর উপরে থাকে ৫ ক্যারেটের হীরে!

◆◆ কস্তুরির নাম আমরা হয়তো অনেকে শুনেছি। এটাও সুগন্ধি তৈরীতে ব্যবহৃত একটা মূল্যবান উপাদান যা পাওয়া যায় Musk নামক পুরুষ হরিণের নাভি থেকে! খুবই তীব্র সুঘ্রাণ যুক্ত এই উপাদান সংগ্রহ করতে বিলুপ্ত প্রায় একটি প্রাণিকে হত্যা করতে হয় বলে আজকাল এটারও কৃত্রিম বিকল্প ব্যবহার করছে পারফিউম কোম্পানি গুলো।

◆◆  জেসমিন ফুলের ঘ্রাণ খুবই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটা সুঘ্রাণ- যেটা রাস্তার পাশের ১০টাকার আতর থেকে শুরু করে দামী ব্র্যান্ডের পারফিউম-সব জায়গাতেই ব্যবহৃত হয়। আর বেশির ভাগ ক্ষেত্রেই এই সুঘ্রাণ তৈরীতে যে কৃত্রিম পদার্থটি ব্যবহৃত হয় তার নাম Indole. এই ফুলের ঘ্রাণ ওয়ালা বস্তুটি কোত্থেকে আসে অনুমান করুন তো- কয়লার আলকাতরা থেকে! খুব সামান্য ঘনত্বে এই উপাদান জেসমিন ফুলেরই ঘ্রাণ ছড়ায়! “গোবরে পদ্মফুল” প্রবাদটা যেন অন্য উচ্চতায় চলে গেলো!

◆◆ এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত “সেলেব্রেটি” ব্র্যান্ডের পারফিউম হলো আমেরিকান বিখ্যাত গায়িকা বিয়োন্সের ব্র্যান্ড “Heat Mrs. Carter” (60$) সারা দুনিয়ায় এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি ডলারের বিক্রি হয়েছে এই পারফিউম।

◆◆ ফ্রান্সের এক পারফিউম নির্মাতা, Jean Carles নামে, যে Miss Doir এর মত পারফিউম তৈরী করেছে, কথিত আছে- নিজের নাক নাকি সে ইনস্যুরেন্স করিয়ে রেখেছে মিলিয়ন ডলারে! 

◆◆ ১৯২১ সালে Molinard নামের একটা কোম্পানি সিগারেটের জন্য সুগন্ধি বের করে! সেই সুগন্ধি তরলাকারে সরাসরি সিগারেটে ব্যবহার করা যেত আবার চাইলে সিগারেটের কেসে Stachles আকারে রেখে দেওয়া যেত যাতে “সুস্বাদু ও দীর্ঘস্থায়ী” সুঘ্রাণ আসে সিগারেটে! ক্ষতিকর একটা জিনিসকে আকর্ষণীয় আর সহনীয় করার কত আয়োজন!

◆◆ Ambergris” নামক একটা পদার্থ আছে, যেটা সুগন্ধি তৈরীর অন্যতম মূল্যবান উপাদান। এর সুগন্ধকে বর্ণনা করে হয় যেন সমুদ্রের মত (Ocean-y) এবং মিষ্টি। এই সুগন্ধি উপাদান তৈরীও হয় সমুদ্রেই- স্পার্ম তিমি নামক এক ধরণের তিমির নাড়িভূঁড়িতে! কে জানতো তিমির বমিতে থাকবে সুগন্ধি তৈরীর উপাদান! আজকাল Dolce এবং Gabbana এর মত পারফিউম ব্র্যান্ড কৃত্রিম ভাবে এই উপাদান তৈরী করছে।

★পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায় ★

◆◆ সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুণিতে পারফিউম স্প্রে করে, সেটা দিয়ে মাথা আঁচড়ান।

◆◆ গলার দু’পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে সেটা তীব্রও হবে।

◆◆ কনুই ও কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো স্থান। কারণ শরীরের এই দুই অঙ্গের উষ্ণতা অন্যান্য স্থানের চেয়ে বেশি।

◆◆ বুকেও পারফিউম স্প্রে করতে পারেন। তবে সরাসরি নয়, ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন৷

◆◆ পারফিউম স্প্রে করে অনেকেই ঘষে নেন। এটা করবেন না। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।

◆◆ পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

◆◆ পারফিউম লাগানোর আগে স্নান করে নিন। 

★পারফিউম ও বডি-স্প্রে এর মধ্যে পার্থক্য কি?★

◆◆ অনেকেই হয়তো ভেবেছেন,  বডিস্প্রের গায়ে লেখা গন্ধ ২৪ ঘণ্টা পর্যন্ত লাস্ট করে, কিন্তু দেখলেন মাত্র ১ ঘণ্টায় সব শেষ। কোন বডিস্প্রে ২৪ ঘন্টা লাস্টিং করে না। কেন? কম দামে কোনদিন কি সেরা জিনিষটি পেয়েছেন? পারফিউম একটু বেশি অয়লি(oily), বডিস্প্রেতে অ্যালকোহলের পরিমাণ বেশি; তাই স্প্রে করার পর আপনি অ্যালকোহলের হালকা ঘ্রাণ পাবেন।তাই পারফিউম অনায়সে দিতে পারে আপনাকে ২৪ ঘন্টার ব্যাকআপ আর বডিস্প্রে মাত্র ১ ঘন্টাতেই হিমসিম খায়।

◆◆ বডি স্প্রে তে জলের পরিমাণ বেশি, কিন্তু পারফিউম তুলনামূলক ঘন । কড়া ঘ্রাণ আর স্থায়িত্বের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কাজ করে। পারফিউমে সাধারণত অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে (তেলের মিশ্রণ)। তাই এর ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি মানেই ঘ্রান বেশি।

◆◆ বডি স্প্রের চাইতে পারফিউম এর ঘ্রাণ তুলনামূলকভাবে একটু কড়া হয়। তাইতো পারফিউম এর গন্ধ বেশিক্ষন লাস্টিং করে এবং দামটাও বেশি হয়।এইদিকে বডিস্প্রে এর গন্ধ হয় লাইট, তাই লাস্ট করে কম সময় ধরে।

◆◆ পারফিউম গায়ে দেওয়ার পর থেকে গন্ধের নানা পরিবর্তনকেই নোট বলা হয়। সাধারণত পারফিউমে থাকে তিন ধরনের নোট। পারফিউম দেওয়ার সাথে সাথেই আমরা যে গন্ধটি পাই তাকেই বলা হয় টপ নোট। টপ নোট এর পরেই আমরা পাই মিডল নোট আর একদম শেষ চলে আসে ব্যাস নোট। একটি উন্নত মানের পারফিউম এ তিন ধরনের নোটেই থাকে এবং তাদের সেইভাবেই বানানো হয় যাতে ইম্প্রেশন বেড়ে যায়।  তবে বডিস্প্রেতে নোট অনুপস্থিত বললেই চলে। বডি স্প্রেতে গন্ধের তিব্রতা কমে যায় ধিরে ধিরে কিন্তু গন্ধের কোন ভিন্নতা পাওয়া যায় না।

◆◆ তাছাড়া বডিস্প্রে এর সুগন্ধি গ্যাস আকারে বের হয় যেদিকে পারফিউম এর সুগন্ধি বের হয় লিকুইড ফর্ম আকারে। বডিস্প্রেতে অ্যালকাহোল বেশি থাকায় সুগন্ধি আগেই বাষ্পতে পরিণত হয় যেদিকে পারফিউম একটু দেরিতে বাস্প হয়। এর কারনেই বডিস্প্রে তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেদিকে পারফিউম অনেকদিন লাস্টিং করে।

★পারফিউম ও বডি স্প্রে কি একসাথে ব্যাবহার করা যায়?★

◆◆ অনেকেই করেন, কিন্তু ফ্লেভার এক অথবা কাছাকাছি হওয়া বাঞ্ছনীয়। দুইটি ভিন্ন ফ্লেভার একসাথে কখনওই কাজ করবে না, বরং নিজের ইম্প্রেশন নষ্ট করে দিতে পারে।

◆◆ বডিস্প্রে সাধারণত স্নানের পর গা শুকিয়ে এর পরেই দেওয়া ভালো। তাতে মন থাকে ফ্রেস এবং প্রাণবন্ত।  আর পারফিউম দিনের যেকোনো সময়েই দেওয়া যায়।

★ কিভাবে স্প্রে করবেন? ★

◆◆ বডি স্প্রে করার সময় স্কিন থেকে ঠিক ৬ ইঞ্চি দূর থেকে স্প্রে করবেন। খেয়াল রাখতে হবে যেন পালস পয়েন্ট এর কাছেই দেওয়া হয়। পালস পয়েন্ট এমন একটি জায়গা যেখানে ধমনী শিরা বেশি থাকে বলে ঘাম হয় বেশি। যেমন: কলার বোন, হাতের কবজি ইত্যাদি।

◆◆ পারফিউম স্প্রে করবেন কাপড় থেকে ৬ ইঞ্চি দূরে। বাহুমূল, কাঁধ ও গলার পেছনে কিছু উত্তম জায়গা পারফিউম দেওয়ার।

◆◆ তুলনামূলক ভাবে যেহেতু বডিস্প্রে এর দাম কম, তাই আমরা বডিস্প্রেকেই পছন্দ করি।

Post a Comment

 
Top