GuidePedia

0
ইঞ্জিন অয়েল


মোটরসাইকেল যারা চালান, তারা সবাই ইঞ্জিন অয়েলের সাথে পরিচিত। আমাদের দেশে ইঞ্জিন অয়েল মোবিল নামেই পরিচিত বেশি, যদিও মোবিল একটি ব্র্যান্ডের নাম। ইঞ্জিন অয়েল মোটরসাইকেলের দীর্ঘস্থায়িত্ব ও সঠিক পারফরমেন্স নিশ্চিত করার সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ উপাদান। আজ আমরা কথা বলব ইঞ্জিন অয়েলের গ্রেড, ড্রেইন ইন্টারভাল, বিভিন্ন ধরণের ইঞ্জিন অয়েলের কার্যকারিতা নিয়ে।


প্রথমেই আসা যাক ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে। বাংলাদেশের অন্যতম বিতর্কিত একটি বিষয়। কোন গ্রেড ব্যবহার করবো, কেন করবো। অন্যটি কেন করবো না। এর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন স্ট্রাকচার। আপনার মোটরসাইকেলটি তৈরি করার আগে উৎপাদনকারীরা কোটি কোটি ডলার খরচ করে রিসার্চ করেছে এবং আপনার ইঞ্জিনের জন্য সবচেয়ে ভালো কি হবে সেগুলো নির্ধারন করেছে। তাই বাইকের ইউজার ম্যানুয়ালে যে গ্রেড লেখা থাকবে, সব সময় সেই গ্রেড ব্যবহার করবেন। অনেক বাইকের ম্যানুয়াল থাকে দুইটি। একটি ইউজার ম্যানুয়াল, একটি সার্ভিস ম্যানুয়াল। সার্ভিস ম্যানুয়াল সাধারণত দেশে তৈরি করা হয় আর এখানে গ্রেড বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় ইউজার ম্যানুয়াল অনুযায়ী ইঞ্জিন অয়েল দিবেন। উদাহরণস্বরুপ একটি গ্রেড নিয়ে দেখা যাক গ্রেডের নাম্বারগুলোর আসলে কি বোঝায়।



Post a Comment

 
Top