GuidePedia

0
ব্লগঃ৫


কারঃ Lykan Hypersport.

বাংলা উচ্চারনঃ লাইকেন হাইপার স্পোর্ট

কম্পানিঃ W Motors.

অরিজিনঃ U.A.E.

প্রতি ইউনিট প্রাইসঃ ৩.৪ মিলিয়ন ডলার।


আজকে যে কারটি নিয়ে লিখতে যাচ্ছি, সেটি হলো মিডেল ইস্ট ভিত্তিক কার ম্যানুফেকচারিং কোম্পানি W Motors এর তৈরি Lykan Hypersport কে নিয়ে। W Motors এর সিইও Ralph এর কথা অনুসারে, এই কারটির টোটাল বডিই তৈরি করা হয় কার্বন ফাইবার এর বিভিন্ন ডিজাইনের প্যানেলের দ্বারা।


বিশেষ করে এই কারটি ওপেনিং এডিশনে নেকড়ের মুখের অভিব্যাক্তি প্রকাশ করে। মানে এই কারটির ফেইস ডিজাইন নেকড়ের মুখের ডিজাইন থেকে অনুপ্রানিত। এর সত্যতা পাওয়া যায়, এই কারটির পিছনের দিকে থাকা একটি নেকড়ের লোগোর মাধ্যমে। আর W Motors এর W অক্ষরটি নেকড়ের ইংলিশ Wolf থেকে নেওয়া হয়।


গ্রীক পুরান মতে, নেকড়ের দেবতা হলো Lykkos. যেটি কিনা খুবই আগ্রাসী,মারমুখি এবং আক্রমণাত্মক। আর এই Lykkos থেকেই মূলত Lykan Hypersport এর আগমন। আসলে এই বিষয়গুলোই মূলত আজকের এই কার অর্থাৎ Lykan Hypersport এর পিছনের গল্প। তবে সত্যি কথা বলতে, এই কারটি দেখতে যতটা না বেশি জোস, তার থেকেও এটি অনেক ইউজার ফ্রেন্ডলি। আপনি অবশ্যই এটিকে আপনার ডেইলি ড্রাইভে ইউজ করতে পারবেন।


এমনকি ভিন ডিজেল এর মুভি Fast and Furious 7 এও এই Lykan Hypersport কে ক্রেশ করানো হয়। অবাক করা তথ্য হচ্ছে যে, সারা দুনিয়াতে এই কারটির মাত্র ৭ টি ইউনিট রয়েছে। তো সেই ক্ষেত্রে হিসেব করলে, এই Lykan Hypersport একটি লিমিটেড এডিশন এর কার যেটিকে আপনি আপনার নিজের করতে পারবেন না। 😅😅


তো এইবার কথা বলা যাক এর ইঞ্জিন নিয়ে। Lykan Hypersport কে চালাতে ব্যবহার করা হয়েছে Flat Six Engine. এই Flat Six Engine, Lykan Hypersport কে ৮০০ অশ্ব-ক্ষমতার যোগান দেয়। এই Lykan Hypersport এর Flat Six Engine এটিকে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগ এনে দিতে সক্ষম শুধুমাত্র ২.৭ সেকেন্ডের মধ্যেই। এর হেড লাইটের মধ্যে ডায়মন্ডের ডিজাইনের আলাদা প্যানেল রয়েছে। যেটি কিনা রাত্রে বেলায় কারের হেড লাইটকে আরো বেশি করে প্রতিফলিত করে এবং এটি দেখতেও অনেক সুন্দর।


কথা বলা যাক, এর ডোর ওপেনিং মেকানিজম নিয়ে। আমরা সাধারনত কার গুলোর মধ্যে দেখি যে, কারের দরজা পারপেন্ডিকুলার অর্থাৎ ভুমির সমান্তরালে খুলতে হয়। কিন্তু এই Lykan Hypersport এ উইন্ডো ওপেনিং মেকানিজম ভারটিকাল সিস্টেমের। আরো বিশেষ করে বলতে গেলে, বাটার ফ্লাই উইন্ডো ওপেনিং মেকানিজম। অর্থাৎ,কারের দরজা ভারটিকাল মানে ভূমির উলম্বে উঠে আসবে।


এই কারটি সম্পূর্ণভাবেই আপনাকে ম্যানুয়ালি অপারেট করতে হবে। এটির অন্যতম একটি ফিচার হলো এর ড্যাশ বোর্ডে একটি হোলোগ্রাফিক ডিসপ্লে। অর্থাৎ শূন্যের মধ্যে থাকা একটি আলোয় আপনার নির্দেশ দিয়ে কারের খুটিনাটি জিনিস আপনি নিয়ন্ত্রন করতে পারবেন।

এই ছিল Lykan Hypersport এর ছোট একটি কার রিভিউ।


Copyright:
Car Masonry বাংলাদেশের একটি কার ব্লগিং এর অন্যতম অনলাইন পেইজ। এই পেইজের লিখার উপর ভিত্তি করে আপনারা পেইজ টিকে রেটিং, রিয়েক্ট, শেয়ার দিয়ে পেইজের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো।

Post a Comment

 
Top