ব্লগ: ৩
কার: Bugatti Veyron.
মডেল: 2008 Bugatti Veyron 16.4
প্রথমেই কথা বলা যাক, এর ইন্টেরিয়র নিয়ে। এই 2008 Bugatti Veyron 16.4 মডেলের কার টির ইন্টেরিয়র একজন কার প্রেমী মানুষকে Premium Narrow Leather এর ফিলিংস দিবে। যা Bugatti এর অন্যান্য কার গুলোতে পাওয়া যায় না।
এই Bugatti Veyron 16.4 এর Ignition process বা স্টার্ট দেওয়া ২ টি স্টেপে হয়ে থাকে। Ignition process এর প্রথম স্টেপে Bugatti Veyron 16.4 এর ড্যাশ বোর্ডের Ignition স্লটে এর চাবি Insert করতে হয় যা কিনা কারটিতে বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করে। দ্বিতীয় স্টেপে এর ব্রেক প্যাডেলে পা রেখে এর স্টারটিং বাটনে প্রেস করলেই, কারটি চালু হয়ে যায়।
এর রয়েছে Speed sensitive record power steering সিস্টেম যার সমগ্র কন্ট্রোলিং সিস্টেম একটি Leather warp steering wheel দ্বারা নিয়ন্ত্রিত। এর গিয়ারবক্স সম্পূর্ণ রুপেই ষ্ট্যাণ্ডার্ড এবং এর ট্রান্সমিশন এর Beefed-up সংস্করণের D.S.G. dual-clutch 7-speed এর স্বয়ংক্রিয় ম্যানুয়াল যা কিনা আপনাকে গিয়ার নির্বাচনে অতিরিক্ত সুবিধা দিবে। এই Bugatti Veyron একটি সম্পূর্ণ রুপেই হাতে তৈরি ১৬-সিলিন্ডার কোয়াড টারবো চার্জ অল-হুইল ড্রাইভ সুপারকার।
আরেকটা কথা আপনারা জানলে অবাক হবেন যে, Bugatti Veyron এর মালিক কিন্তু Volkswagen, যারা কিনা এই গাড়িটির প্রাথমিক কনসেপ্ট ১৯৯৮ সাল থেকে হালনাগাদ করা শুরু করে এবং সেই একই সময়ে Volkswagen কোম্পানি Bugatti Veyron থেকে এই কারটির ট্রেডমার্ক, সত্ত্ব এবং প্রোডাকশন লাইসেন্স কিনে নেয়। এই কারটির প্রথম সংস্করণ ১৯৯৯ সালে টোকিও মোটর শো তে সর্ব-প্রথম সবার সামনে উন্মোচন করা হয়। আর বর্তমান সময়ে এর চতুর্থ সংস্করণ আমরা দেখতে পাই।
এই কারটির ১৮.৪ সঙ্গস্করনে রয়েছে ৬.৩ লিটার ১৮ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন যা কিনা ৫৫৫ হর্ষ-পাওয়ার তৈরি করতে সক্ষম যা কিনা গাড়িটিকে ১৮৬ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে সাহায্য করে। এর রয়েছে ফাইভ-স্পিড ম্যানুয়াল গিয়ার ট্রান্সমিশন। এই কারটির নাম কোম্পানিটির এক টেস্ট ড্রাইভার পিয়েরে ভেইরন এর নাম করন অনুসারে করা হয়।
কারটির সকল অবকাঠামো একবার প্রস্তুত হওয়ার পর তা সম্পূর্ণ রুপে হাতে ফাইনাল এসেম্বল করা হয়। এমনকি এর ইঞ্জিনও কিন্তু হাতেই এসেম্বল হয়ে থাকে। এর ইঞ্জিনে মূলত অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। আর এর ইঞ্জিনটি হাতে তৈরি করতে প্রায় ১ সপ্তাহের মত সময় নেয়।
এই ছিল 2008 মডেলের Bugatti Veyron 16.4 এর ছোট একটি কার রিভিউ।
Copyright:
Car Masonry বাংলাদেশের একটি কার ব্লগিং এর অন্যতম অনলাইন পেইজ। এই পেইজের লিখার উপর ভিত্তি করে আপনারা পেইজ টিকে রেটিং, রিয়েক্ট, শেয়ার দিয়ে পেইজের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো।
Post a Comment