GuidePedia

0
ব্লগ: ৪


কার: Lamborghini.

মডেল: Lamborghini Veneno Roadster.

প্রতি ইউনিটের দামঃ ৪.৫ মিলিয়ন ডলার। (বুকিং প্রাইস)


এই কারটি Lamborghini এর সম্পূর্ণ রুপেই একটি লিমিটেড এডিশনের একটি কার। এটি এতোই লিমিটেড এডিশনের যে, ২০১৬ সালের ডিসেম্বর মাস নাগাদ মাত্র ৪ টি ইউনিট তৈরি করা হয়। যেগুলোর এক একটি এশিয়াতে, ইউরোপ, আমেরিকা এবং সর্বশেষটি লন্ডনে হ্যান্ড ওভার করা হয়।


এর রয়েছে ৬.৫ লিটারের ভি-১২ ইঞ্জিন যেটি কিনা Lamborghini Veneno Roadster কে ৭৫০ ব্রেক হর্ষ- পাওয়ার যোগান দিতে সমর্থ। যা কিনা প্রায় Lamborghini SV এর সমতুল্য। এটি ২.৮ সেকেন্ডের মধ্যে ৬২ মাইল প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সমর্থ। এটির সর্বোচ্চ গতিবেগ ২২০ মাইল প্রতি ঘন্টা।


এই Lamborghini Veneno Roadster কে সর্বপ্রথম ২০১৩ সালের জেনেভা মোটর শো তে সবার সামনে আনা হয়। আসলে Lamborghini তাদের বার্ষিকী পালনের জন্যই এইরকম একটি কার সারা দুনিয়াকে উপহার দেয়।


এই Lamborghini Veneno Roadster এর রয়েছে ইঞ্জিন পিট লেন স্পিড লিমিটার, ইঞ্জিন কুলিং ফাঙ্কশান এবং ইঞ্জিন মাউন্ট ফাঙ্কশান। এই Lamborghini Veneno Roadster সব থেকে আলোচিত দিক হচ্ছে এর প্রোডাকশান ইঞ্জিনিয়ারগণ এর সর্বত্রই বিশেষ করে এর বডি প্যানেলে কার্বন ফাইবার ব্যবহারের প্রতি কোনো ধরনের কৃপণতা করেনি। যা এই Lamborghini Veneno Roadster এর একটি খুবই ভাল দিক।


এই ছিল Lamborghini Veneno Roadster এর ছোট একটি কার রিভিউ।


Copyright:  
Car Masonry বাংলাদেশের একটি কার ব্লগিং এর অন্যতম অনলাইন পেইজ। এই পেইজের লিখার উপর ভিত্তি করে আপনারা পেইজ টিকে রেটিং, রিয়েক্ট, শেয়ার দিয়ে পেইজের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো।

Post a Comment

 
Top