ব্লগঃ ১
ব্র্যান্ডঃ Lamborghini.
সফলতা তাদের কাছে এসেই ধরা দেয়, যাদের কথার থেকেও কাজের পরিমান বেশি। অজুহাতে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়।
আচ্ছা আপনারা তো সবাই কমবেশি এই কথাটি শুনে থাকবেন, কিন্তু আজকে আমি যে ব্যক্তি সম্পর্কে এই ব্লগটি লিখতে যাচ্ছি, তাঁর সাথে এই উপরের কথাটি সম্পূর্ণ রুপেই মিল পাবেন।
হ্যাঁ, আজকের এই ব্লগটি লিখা হচ্ছে সারা পৃথিবীর এক অন্যতম মান্যগণ্য, বিলাস-বহুল, সুপার-কার কোম্পানি Lamborghini সম্পর্কে। যেটির প্রতিষ্ঠাতা Ferruccio Lamborghini ১৯৬৩ সালে তাঁর কোম্পানিকে প্রতিষ্ঠা করেন।
কিন্তু আজকের এই ব্লগের অনুপ্রেরণাদায়ক ও শিক্ষণীয় বিষয় এই যে, Lamborghini এর মালিক Ferruccio Lamborghini আরেক কার জায়ান্ট Ferrari এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাঁর নিজের কার অটোমোবাইল কার কোম্পানি স্থাপন করেন।
তাহলে চলুন, পুরো ঘটনা জানা যাক☺️☺️☺️
তো ঘটনার শুরু হয়, ১৯৬৩ সালে যখন ইতালির একটি ছোট শহর রেনাজো তে Ferruccio Lamborghini এর জন্ম হয়। ওনার বাবার নাম Entonio Lamborghini যিনি কিনা কৃষি কাজ করার মাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের জীবিকা নির্বাহ করতো।
ছোট থেকেই Ferruccio Lamborghini এর বিভিন্ন ধরনের মেকানিক্যাল যন্ত্রাংশ বিশেষ করে বলতে গেলে কারের ইঞ্জিনের প্রতি বিশেষ আগ্রহ ও দুর্বলতা কাজ করতো। এই কারনেই Ferruccio Lamborghini এর কারের প্রতি শৈশব কাল থেকেই এক ধরনের ভালবাসা ও ভাল লাগা কাজ করতো। আর নিজের এই আগ্রহের জন্য Ferruccio Lamborghini পরবর্তীতে এই অটোমোবাইল কার ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রাতিষ্ঠানিক ভাবে পড়াশুনা করেন। আর পড়াশুনা শেষ করার পর উনি Italian Royal Air-Force এ তাঁর ক্যারিয়ার শুরু করেন। যেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর Ferruccio Lamborghini ইতালির পিউ-ডি-সেন্টো তে একটি ছোট গ্যারাজ খুলেন যেখানে তিনি গাড়ির ইঞ্জিনের মেরামত করতেন। তখন তিনি Fiat Topolino নামের একটি গাড়ী কিনে নেন এবং অবসর সময়ে সেটির মোডিফিকেশান করতেন। তো একদিন কাজ করার সময় তিনি ট্র্যাক্টর তৈরি করার পরিকল্পনা করলেন।
Ferruccio Lamborghini এর এই আইডিয়াটা খুবই কার্যকর ও ফলপ্রসূভাবেই কাজ করা শুরু করে। কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে ইটালির সবাই একসাথে এই কৃষি-খাতের দিকে নজর দেয়। আর এই কারনে সেই সময়ে সবাই ট্র্যাক্টরের খুব প্রয়োজন বোধ করে। আর সেই জন্য ১৯৪৮ সালের মধ্যেই তাঁর ট্র্যাক্টর কোম্পানিটি ইটালির সবচেয়ে বড় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে পরিবর্তিত হয়।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, Lamborghini তো একটি বিলাসবহুল কার ও রেসিং কার ম্যানুফেকচারিং কোম্পানি। কিন্তু আপনাদেরকে আসল কথা এখনো বলাই হয় নি যে Lamborghini কিভাবে একটি কার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে??
ভাল বিক্রয় হওয়ার কারনে, Lamborghini এর ট্র্যাক্টর গুলো ভাল ভাবে মার্কেট ধরতে পেরেছিল এবং সেই সময়ে Ferruccio Lamborghini এর টাকাপয়সারও কোনো অংশে কমতি ছিল না। এই কারনে তিনি তাঁর শখ ও ইচ্ছা পূরণ করার জন্য সেই সময়ের একটি বিখ্যাত স্পোর্টস কার Ferrari 250 কিনে নিলেন।
কিন্তু কিছু সময় চালানোর পরে Ferruccio Lamborghini বুঝতে পারছিলেন যে, গাড়িটির clutch এ কিছু সমস্যা হচ্ছে। কি করবে? না বুঝতে পেরে তিনি সরাসরি তাঁর কার নিয়ে চলে জান, Ferrari এর প্রতিষ্ঠাতা Enzo Ferrari এর কাছে এবং তিনি তাঁর সমস্যা সম্পর্কে Ferrari এর প্রতিষ্ঠাতা Enzo Ferrari কে বলেন।
কিন্তু Enzo Ferrari এর কাছে Ferruccio Lamborghini এর এই রুপ আচরণ একদমই ভাল লাগেনি। তখন Enzo Ferrari, Ferruccio Lamborghini কে উদ্দেশ্য করে বললেন যে,
" তুমি শুধু মাত্র ট্র্যাক্টরই চালাতে পারবে, Ferrari চালানো তোমার কাজ নয়। "
এই কথাটি Ferruccio Lamborghini এর মনে খুবই কষ্ট দেয়। আর এই কথাটিই Ferruccio Lamborghini এর মত শান্তশিষ্ট মানুষ কে এক হিংস্র, জেদি মানুষে রুপান্তরিত করে।
আরে ভাই ছোট কাল থেকেই যে মানুষটির কারের প্রতি ভালবাসা ও ভাললাগা কাজ করতো এখন তাকে যদি এই ধরনের কথা শুনানো হলে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। কিন্তু এই কথাটি Ferruccio Lamborghini কে এতটাই প্রভাবিত করে যে, তিনি নিজেই নিজের কার কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এই সংকল্পে ও জিদে যে, আমি সর্বদাই Ferrari কে হারাবো।
এরপর সাথে সাথেই Ferruccio Lamborghini ইটালির শহর Sant Agata তে একটি ছোট অটো-ফ্যাক্টরি খুললেন। সেখানে তিনি Ferrari এর তিন জন পুরনো কর্মচারীকে তাঁর কাজের জন্য নিয়োগ দিলেন। পরবর্তীতে তিনি ১৯৬৩ সালে তাঁর এই ছোট অটো-ফ্যাক্টরি কে Lamborghini Automobile নামে রেজিস্টার করেন।
এরপর Lamborghini এর প্রথম কার Lamborghini 350 GT ১৯৬৪ সালে সর্ব-সম্মুখে আনেন কিন্তু Lamborghini এর কার দুনিয়ার নজরে তখনি আসে, যখন ১৯৬৬ সালে Lamborghini তাদের স্পোর্টস কার Lamborghini Miura বাজারে আনে। যেটির স্বতন্ত্র টেকনোলোজি এবং হাই পারফর্মেন্স এর কারনে Lamborghini তাঁর বাজার ধরতে সক্ষম হয় ও নিজের ব্র্যান্ড ভেলু তৈরি করে নেয়।
এই তো, এইখান থেকেই Lamborghini ও তাঁর কোম্পানিকে কোনোদিনের জন্যই পিছন ফিরে তাকাতে হয়নি। আর আজকের এই বর্তমান সময়ে Lamborghini এর একটি কার কেনার ইচ্ছা সকল কার প্রেমী মানুষদের স্বপ্নের মাঝে জাগ্রত অবস্থায় থাকে। আর Lamborghini এর স্পোর্টস কার আজ পুরো বিশ্বে তাদের কারের গতি এবং তাদের ব্র্যান্ড এর জন্য মান্যগণ্য ও সমাদৃত।
এইখান থেকে একটা জিনিস শিক্ষা নেয়া যায় যে, Lamborghini এর জন্ম একটি সাধারন পরিবারেই হয়। কিন্তু সৎ ইচ্ছা, কঠোর পরিশ্রম ও জেদের কারনে তিনি আজ সারা দুনিয়ার দশ জনের এক জন হয়ে গেলেন এবং একটি ওয়ার্ল্ড-ক্লাস কোম্পানি তৈরি করে ফেলেন। তিনি প্রমান করলেন, ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব।
Post a Comment