GuidePedia

0
20W50 বলতে কি বোঝায়?


রাস্তায় চলা বাইকের একটি বড় অংশ এই 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহার করে। এই 20W50 একটি মাল্টিগ্রেড ইঞ্জিন অয়েল, যেখানে W হচ্ছে Winter, W এর আগে যেই সংখ্যাটি থাকে সেটি নির্ধারন করে ঠান্ডা আবহাওয়ায় আপনার ইঞ্জিন কেমন পারফর্ম করবে। সংখ্যাটি যত ছোট, ঠান্ডায় পারফরমেন্স তত ভালো। সবদিক বিবেচনা করে W এর আগের সংখ্যাটির মাহাত্ব খুব একটা বেশি নয়। আসল সংখ্যা হচ্ছে W এর পরের সংখ্যাটি। এটি বোঝায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অয়েলের ভিস্কোসিটি (প্রবাহ/সান্দ্রতা) কেমন হবে। সংখ্যাটি যত বড় হবে, ১০০ ডিগ্রি সেলসিয়াসে অয়েলের সান্দ্রতা তত বেশি হবে। সান্দ্রতা হচ্ছে অয়েলের ফ্লো হওয়ার ক্ষমতা। Wএর আগের সংখ্যাটি পরিবর্তন হলে কোন সমস্যা না হলেও পরের সংখ্যাটি পরিবর্তন করলে বাইকের পারফরমেন্স এবং দীর্ঘস্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। কারণ ইঞ্জিনের ভিতরের ছোট ছোট মিলিমিটার সাইজে গ্যাপ থাকে, সেখান দিয়ে অয়েল সার্কুলেট হয় এবং ইঞ্জিনে প্রোপার লুব্রিকেশন হয় এবং ইঞ্জিন ঠান্ডা থাকে। W এর পরের সংখ্যাটি পরিবর্তন হয়ে গেলে ইঞ্জিন গ্যাপ দিয়ে অয়েল ঠিক মত ফ্লো করতে পারবে না, এতে সাউন্ড স্মুথ মনে হলেও ভবিষ্যতে ইঞ্জিনের বড় ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।



Post a Comment

 
Top