📌পাউন্ড কেকের সমস্যা সমাধানে কিছু টিপস—
👉 প্রঃ- পাউন্ড কেকের ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত??
উঃ *চিনি মেল্ট
*পার্ফেক্ট মোল্ড
*পার্ফেক্ট রেসিপি
*বেকিং টাইম
*সঠিকভাবে বেক করা
*সঠিক তাপমাত্রায় বেক করা
👉👉প্রঃ চুলায় পার্ফেক্ট ভাবে পাউন্ড কেক বানানো যায়??
উঃ জি যায়।
👉👉পাউন্ড কেক বাটার ছাড়া তেল দিয়ে তৈরি করলে টেস্ট কেমন হবে?
উঃ আলহামদুলিল্লাহ অনেক ভালো।
👉👉প্রঃ চুলায় বেক করে কেকের উপর কিভাবে কালার আনব??
উঃ *সিলভারের হাড়ি ব্যাবহার করতে হবে।
*কাগজ ব্যাবহার করতে হবে
*সিলভারের ঢাকনা ব্যাবহার করতে হবে
*পার্ফেক্ট মোল্ড ব্যাবহার করতে হবে।
👉👉প্রঃ চুলার আচ কেমন থাকবে??
উঃ ৫ মিনিট মিডিয়াম-হাই হিটে প্রি হিট করতে হবে। তারপর কেক বসিয়ে লো থেকে সামান্য বেশি দিয়ে বেক করতে হবে। আচ কম বেশি করা যাবেনা।একই তাপমাত্রায় বেক করতে হবে।
👉👉প্রঃ কত সময় বেক করতে হবে।
উঃ ২ ডিমের কেক ৪০ মিনিট পর চেক করবেন।।না হলে আরও ৫ মিনিট বেক করবেন।।
৪ ডিমের ক্ষেত্রে ১ ঘন্টা বেক করনেন।।
👉👉প্রঃ মাঝে গর্ত থাকে,ফাঁকা ফাঁকা থাকে।।কি করব?
উঃ ভালো করে ট্যাপ করতে হবে।
👉👉প্রঃ এসেন্স ব্যাবহারের পরও ডিমের গন্ধ আসে কেনো??
উঃ অথেন্টিক ভ্যানিলা এসেন্স ব্যাবহার করবেন।। যদি আরও সুন্দর স্মেল চান বাটারস্কচ ইমালশন ব্যাবহার করবেন।চকলেট কেকের ক্ষেত্রে চকলেট ইমালশনের সাথে ভ্যানিলা এসেন্স/চকলেট এসেন্স ব্যাবহার করবেন।
👉👉প্রঃ ভ্যানিলা আর চকলেট পাউন্ড কেকের ক্ষেত্রে পার্থক্য আছে?
উঃ ভ্যানিলা পাউন্ড কেকে কর্নফ্লাওয়ার ব্যাবহার করতে হবে।চকলেট কেকে করবেন না।
👉👉প্রঃ কর্নফ্লাওয়ার ব্যাবহার করলে কি হয়??
উঃ কেকের সফ্টনেস বজায় থাকে।।পাউন্ড কেকে কর্নফ্লাওয়ার ব্যাবহারের চেস্টা করবেন।
👉👉প্রঃ পাউন্ড কেক নিয়ে আরও কিছু বলেন!!!
উঃ পাউন্ড কেকে ডিমের ফোম পার্ফেক্ট হওয়ার দরকার নাই।চিনি মেল্ট হলে হবে। ওভারমিক্স হওয়ার ও তেমন ভয় নাই।বিটারের সাহায্যেও শুকনো উপকরণ মিশিয়ে নিতে পারেন।।
তবে এটাও না যে ঘুটতে থাকবেন ঘুটতে থাকবেন, সব গুলো উপকরন মিশিয়ে নিলেই হবে।আর এটা লো স্পিডে করবেন।।
ছবিঃ Rinu's Vlog & cooking
©️Collected_Post
Nusrat's Blog & Cooking
Post a Comment